TRENDING:

Lok Sabha Election 2024: কোদালিয়া নদী যেন আজ ধু ধু মাঠ! প্রাণ ফেরানোর প্রতিশ্রুতি প্রার্থীর

Last Updated:

Lok Sabha Election 2024: এই নদীর বুকের উপর দিয়ে হেঁটে পারাপার করেন দু'পারের বাসিন্দারা। শুধু তাই নয়, নদী শুকিয়ে যাওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন কৃষকেরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: একসময়ের স্রোতস্বিনী নদী আজ বদলেছে মাঠে, চড়ছে গরু। তাই নামে নদী হলেও নাব্যতা হারিয়ে এখন মাঠের রূপ ধারণ করেছে সীমান্ত শহর বনগাঁর কোদালিয়া নদী।
advertisement

এলাকার প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এই নদীতে জল থাকলেও দীর্ঘদিন ধরে কচুরিপানার কারণে নদীর স্রোত হারিয়ে গিয়েছে। শৈশবের সেই সময়ের কথা বলতে গিয়েও আজ‌ও রীতিমত আবেগতাড়িত হয়ে পড়েন স্থানীয় প্রবীণরা। উত্তর ২৪ পরগনা জেলার বাগদার কুমোরখোলা হুদাপাড়া এলাকার এই হারিয়ে যাওয়া নদীর প্রাণ ফেরানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন: ৬১ বছরের শান্তি জাতীয় মিটে তিন হাজার মিটারে দৌড়বেন!

এখন রীতিমত এই নদীর বুকের উপর দিয়ে হেঁটে পারাপার করেন দু’পারের বাসিন্দারা। শুধু তাই নয়, নদী শুকিয়ে যাওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন কৃষকেরা। কর্মহীন হয়ে পড়েছেন বহু মৎস্যজীবীও। আবারও এই নদী ফিরে পাক স্রোত, চাইছেন সীমান্ত এলাকার মানুষজন। যদিও বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদকেই দায়ী করেছেন বনগাঁ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও স্থানীয় সংসদ তথা এবারেরও বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কোদালিয়া নদী সংস্কারে কোন‌ওরকম উদ্যোগী হননি।

advertisement

View More

তৃণমূল প্রার্থী বিশ্বজিৎবাবু জানিয়েছেন তিনি জয়ী হলে ইছামতি, কোদালিয়া, যমুনা নদী সংস্কারে বিশেষ পদক্ষেপ করবেন। এই নদীর বাংলাদেশের সঙ্গে সংযোগ রয়েছে। ফলে পুনরায় এই নদী আবারও জলে ভরে উঠলে, স্রোত ফিরে পেলে পরিবেশ রক্ষার পাশাপাশি বহু মানুষের জীবন জীবিকাও সুরক্ষিত থাকবে বলেই মত এলাকাবাসীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: কোদালিয়া নদী যেন আজ ধু ধু মাঠ! প্রাণ ফেরানোর প্রতিশ্রুতি প্রার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল