নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
ভোটের কালির বিশেষত্বই হল তা সহজে ওঠে না। তাই গত দুদিন আগে হাতের আঙুলে লাগানো কালি গাঢ় হতে না হতেই আবারও এদিন ফের হাতের আরেক আঙুলে পড়ল ভোটের নীল কালি। সপ্তম দফার নির্বাচনে বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সরদারপাড়া এফপি স্কুলের ৬১ নম্বর বুথে এদিন পুনর্নির্বাচন হচ্ছে। শনিবার সপ্তম দফার ভোটগ্রহণের দিন এই বুথে অবাধে ছাপ্পার অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই অভিযোগে গ্রেফতার করা হয় বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে। এরপর নির্বাচন কমিশনের তরফে ভোটগ্রহণ কেন্দ্রে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছাপ্পা ভোটের প্রমাণ মেলে। তারপরই কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পুনরায় এই বুথে ভোট নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ৪০০ বছরের পুরনো ফেঁসকি মাতার পুজো, একসময় ঢল নামত ওপার বাংলার মানুষের
সেইমত এদিন সকাল থেকেই পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে বারাসত লোকসভার এই বুথে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এখানে মোতায়েন আছে প্রচুর সংখ্যায় জেলা পুলিশ। তাই সকাল থেকে চলছে ভোটগ্রহণ। পুনর্নির্বাচনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ল এখানে। ভোটারদের অনেকেই জানান, আগের দিন ভোট দিতে এসে বাধার মুখে পড়েছিলেন। তবে এদিন আর কোনওরকম সমস্যা হচ্ছে না। এই বুথে মোট ভোটার ৭১৫ জন।
রুদ্রনারায়ণ রায়