আরও পড়ুন: গরম পড়তে না পড়তেই কিনে খেতে হচ্ছে জল, দূষণ ভুলে কেউ কেউ ভরসা রাখছেন নদীতে
রাজনীতি করার জন্যই স্নাতক পাস করার পরই ঘর ছেড়েছিলেন সুস্মিতা মাহাত। রাজনৈতিক লড়াইয়ের সহকর্মীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধও হন। পরে সন্তানের জন্ম’ও দেন। পার্টি অফিসেই ঘর-সংসারে থেকে মানুষের সেবা করছেন। পার্টির দেওয়া স্কুটি ও পরিচিতদের সাহায্য করা ২২ হাজার টাকা নিয়ে ভোটের ময়দানে নেমেছেন।
advertisement
আরও পড়ুন: এবার ভোট ময়দানে বাঘু
পুরুলিয়া জেলার ছাত্র আন্দোলন থেকে তাঁর উঠে আসা। মহিলাদের পাশে বিপদে-আপদে সব সময় দাঁড়িয়েছেন। তাঁর এই অসম লড়াই প্রসঙ্গে সুস্মিতা মাহাত জানান, পার্টি অফিসে সংসার পাতলেও দলই তাঁর কাছে সবার আগে। সমাজ বদলের লড়াইয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সেই জায়গা থেকেই লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া। যাতে নিজেদের কথাগুলো আরও ভালভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি