খুব স্বাভাবিকভাবেই ব্যস্ততা কমেছিল পানাগড় শিল্পতালুকে। সকাল থেকে শ্রমিকদের আনাগোনা ছিল না। ছিল না ভারি ভারি ট্রাক, ডাম্পারের যাতায়াত।
কিন্তু জেলায় নির্বাচন পর্ব মিটে যেতেই আবারও সেই পুরনো ছবি ধরা পড়ছে পানাগড় শিল্পতালুকে। ভোট দিয়ে আবার কর্মক্ষেত্রে ফিরে এসেছেন শ্রমিক, কর্মচারীরা। গত দু’দিন ধরেই সেই প্রাণচঞ্চল ছবিটা আবারও নজরে পড়ছে।
advertisement
এখানকার শ্রমিকরা বলছেন, কেউ মালদহ, আবার কেউ মুর্শিদাবাদের মত ভিন জেলা থেকে এখানে কাজ করতে আসেন। জেলারও অনেকে এখানে কাজ করেন। কিন্তু ভোটের সময় ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বলেই কাজে সাময়িক একটা ভাঁটা এসেছিল।
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন সোমবার নির্বাচনের দিন একদম খালি ছিল শিল্পতালুক। কিন্তু বুধবার থেকে আবার শিল্পতালুকের কারখানাগুলিতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার থেকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরেছে পানাগড় শিল্প তালুক। কাজ শেষে শ্রমিকদের নিজেদের মধ্যে আড্ডা মারা, সময়ে কারখানায় ঢোকার মত চির পরিচিত ছবিগুলো আবার ফিরে এসেছে। এই ব্যস্ততা দেখে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।