TRENDING:

Lok Sabha Election 2024: ভোটের দিন একদম খালি হয়ে গিয়েছিল, নির্বাচন মিটতেই চেনা ছবি পানাগড়ে

Last Updated:

Lok Sabha Election 2024: ভোট পর্ব মিটতেই আবার চেনা ব্যস্ততার ছবি পানাগড় শিল্পতালুকে। ভোট দিয়ে বাড়ি থেকে ফিরে এসেছেন বেশিরভাগ শ্রমিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোট গ্রহণের কদিন আগে থেকে যেন কিছুটা ঝিমিয়ে পড়েছিল পানাগড় শিল্পতালুক। কারণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাড়ি গিয়েছিলেন অনেক শ্রমিক-কর্মচারী।
কাজ শেষে শ্রমিকদের গল্প।
কাজ শেষে শ্রমিকদের গল্প।
advertisement

খুব স্বাভাবিকভাবেই ব্যস্ততা কমেছিল পানাগড় শিল্পতালুকে। সকাল থেকে শ্রমিকদের আনাগোনা ছিল না। ছিল না ভারি ভারি ট্রাক, ডাম্পারের যাতায়াত।

কিন্তু জেলায় নির্বাচন পর্ব মিটে যেতেই আবার‌ও সেই পুরনো ছবি ধরা পড়ছে পানাগড় শিল্পতালুকে। ভোট দিয়ে আবার কর্মক্ষেত্রে ফিরে এসেছেন শ্রমিক, কর্মচারীরা। গত দু’দিন ধরেই সেই প্রাণচঞ্চল ছবিটা আবারও নজরে পড়ছে।

advertisement

এখানকার শ্রমিকরা বলছেন, কেউ মালদহ, আবার কেউ মুর্শিদাবাদের মত ভিন জেলা থেকে এখানে কাজ করতে আসেন। জেলারও অনেকে এখানে কাজ করেন। কিন্তু ভোটের সময় ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বলেই কাজে সাময়িক একটা ভাঁটা এসেছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমবার নির্বাচনের দিন একদম খালি ছিল শিল্পতালুক। কিন্তু বুধবার থেকে আবার শিল্পতালুকের কারখানাগুলিতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার থেকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরেছে পানাগড় শিল্প তালুক। কাজ শেষে শ্রমিকদের নিজেদের মধ্যে আড্ডা মারা, সময়ে কারখানায় ঢোকার মত চির পরিচিত ছবিগুলো আবার ফিরে এসেছে। এই ব্যস্ততা দেখে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের দিন একদম খালি হয়ে গিয়েছিল, নির্বাচন মিটতেই চেনা ছবি পানাগড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল