TRENDING:

Lok Sabha Election 2024: ৫৫ বছর ধরে একসঙ্গে পথচলা, ভোট‌ও দিলেন হাতে হাত রেখে

Last Updated:

Lok Sabha Election 2024: নজর কেড়ে নেন এক বৃদ্ধ দম্পতি। এই গ্রামেরই বাসিন্দা তাঁরা। বৃদ্ধের নাম অনিল চন্দ্র মাহাত, বয়স প্রায় ৮৩ বছর। স্ত্রী বৃদ্ধা সাবিত্রী মাহাতর বয়স প্রায় ৭৫ বছর। দু'জনে একসঙ্গে ভোট দিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: ভোটদান সকলের অধিকার। তাই সমস্ত বয়সের মানুষেরাই গণতন্ত্রের শরিক হতে চান। ‌কারণ জনগণের একটি ভোট‌ই নির্বাচন করে আগামীর ভবিষ্যৎ। আর তাই তো ভোট দিতে দেখা যায় নবীন থেকে প্রবীণ সকলকে। গণতন্ত্রের এই উৎসবে সমানভাবে অংশীদার হতে চান সকলে। ‌পুরুলিয়ার গাড়াফুসড় দু’নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ২৩৯ নম্বর বুথে সকাল থেকেই দেখা গিয়েছিল ভোটারদের লম্বা লাইন। ছিল কেন্দ্রীয় বাহিনীর নজরদারি। এলাকার মানুষেরা দায়িত্বশীল নাগরিকের মত এই বুথে ভোট দিতে এসেছিলেন। ‌
advertisement

কিন্তু তাঁদের মধ্যে নজর কেড়ে নেন এক বৃদ্ধ দম্পতি। এই গ্রামেরই বাসিন্দা তাঁরা। বৃদ্ধের নাম অনিল চন্দ্র মাহাত, বয়স প্রায় ৮৩ বছর। স্ত্রী বৃদ্ধা সাবিত্রী মাহাতর বয়স প্রায় ৭৫ বছর। ‌বয়সের ভারে দু’জনেই ক্লান্ত। কিন্তু গণতন্ত্রের এই উৎসবে তাঁরাও অংশীদার হতে চায়।‌ আর তাই তো একে অপরের নির্ভরতার সঙ্গী হয়ে পৌঁছে গিয়েছিলেন ভোটকেন্দ্রে। দু’জনেই হাত ধরে এদিন ভোটকেন্দ্রে প্রবেশ করেন। একসঙ্গে দেন ভোট। এই দৃশ্য মন কেড়ে দেবে যে কারোর।

advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: নেতাজি থেকে ইন্দিরা, বিনয় গুহর ক্যামেরায় বন্দি সকলে

View More

এই বিষয়ে ওই দম্পতি বলেন, তাঁরা সব নির্বাচনেই ভোট দেন। এটা তাঁদের অধিকার। আগে অনেক সময় আলাদা আলাদা ভোট দিলেও এখন শারীরিক অসুস্থতার কারণে একে অপরের সঙ্গী হয়ে ভোটকেন্দ্রে এসেছিলেন। একসঙ্গে তাঁরা ভোটও দিয়েছেন। তাঁদের খুবই ভাল লাগছে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে।

advertisement

গাড়াফুসড় গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র মাহাত ও সাবিত্রী মাহাত। প্রায় ৫৫ বছর অতিবাহিত হয়েছে তাঁদের বিবাহিত জীবন। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন অনিল চন্দ্র মাহাত। কাটাবেড়া প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত হয়েছিলেন। ‌ সর্বসময়ে তারা একে অপরের পাশে থেকেছেন আর সেই দৃশ্যই প্রকাশে এলভোটগ্রহণ কেন্দ্রেও।

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ৫৫ বছর ধরে একসঙ্গে পথচলা, ভোট‌ও দিলেন হাতে হাত রেখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল