আরও পড়ুন: বাড়িতে পোষ্য আছে? তবে এই সুখবর আপনার জন্য
এই প্রতিবেদনে আমরা পশ্চিম বর্ধমান জেলার ভোট চিত্রের দিকে একবার নজর রাখব। জেলায় মোট বুথ সংখ্যা কত, ভোটারের সংখ্যাই বা কতজন? কত নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছেন এই সব কিছু সংক্রান্ত নির্বাচন কমিশনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এস পোন্নাবলম।
advertisement
গত ১৬ মার্চের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত জেলায় ২০০-টির বেশি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে বলে জেলাশাসক জানান। যদিও পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা বদলাতে পারে। এখনও পর্যন্ত ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় এসেছে। তারা বিভিন্ন স্পর্শকাতর বুথ এলাকা সহ জেলার বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী আদর্শ আচরণবিধি লাগু করা হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কী করা যাবে, কী কী করা যাবে না সে বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নির্বাচন বিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে নজর রয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩ হাজার ৪২৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪০ জন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে দুটি লোকসভা কেন্দ্র। একটি আসানসোল, অপরটি বর্ধমান-দুর্গাপুর। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় মোট বুথের সংখ্যা ২৪৯৮ টি। অন্যদিকে জেলায় ভোটারের সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর এবং সবথেকে ছোট পাণ্ডবেশ্বর। আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ঘটনার সংখ্যা বেড়েছে অনেকটা। এই লোকসভা নির্বাচনে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা ৩৫ হাজার ৪৩৮ জন। যার মধ্যে ১৯,৭২৬ জন পুরুষ এবং ১৫,৭১১ জন মহিলা ভোটার রয়েছেন। তাছাড়া রয়েছেন একজন তৃতীয় লিঙ্গের ভোটার। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় এমন ২৪ টি বুথ থাকবে যেগুলির সমস্ত দায়িত্ব থাকবে মহিলা ভোট কর্মীদের উপর।
নয়ন ঘোষ