নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই হল ভোটের প্রশিক্ষণ। এবার ইভিএম, ভিভি প্যাটের প্রশিক্ষণ দেওয়া হল খুদে ছাত্রছাত্রীদের। দেওয়া হল ভোটের ট্রেনিং। এমনকি ইভিএমে কীভাবে ভোট দেবেন তারও প্রশিক্ষণ দেওয়া হল খুদেদের।
আরও পড়ুন: বাংলার এই গ্রামীণ হাটে হিরে থেকে জিরে পাবেন সব কিছু
লোকসভা নির্বাচনের আগেই শিশু সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সহ চার মন্ত্রী ইভিএম-এর বোতাম টিপে নির্বাচন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলার ৩০ নম্বর আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে। মুর্শিদাবাদে ভোট হবে এপ্রিল মাসেই। তার আগে এমন ঘটনায় খুশি ছোট ছোট ছেলেমেয়েরা।
advertisement
প্রতি বছরের ন্যায় এবারও ভোটাধিকার প্রয়োগ করে শিশু সংসদের পাঁচ মন্ত্রী এবং বিদ্যালয়ের গ্রন্থগার মন্ত্রী বেছে নেওয়া হয়। সর্বোচ্চ ভোট প্রাপক শিশু সংসদের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। ক্রমানয়ে প্রাপ্ত ভোট থেকে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী নির্ধারণ করা হবে। যারা পরাজিত হবে তারা বিভিন্ন দফতরে প্রাপ্ত ভোট অনুযায়ী সহকারী মন্ত্রী হিসাবে কাজ করবে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজিত এই মজার নির্বাচন প্রক্রিয়াই ডিজিটাল ডিভাইসে আয়োজিত হবে। কীভাবে ভোট দেবে, এই ভোট কীভাবে গুনতে হবে সবকিছুই প্রশিক্ষণ দিয়ে দেখানো হলো খুঁদেদের
নির্বাচন ট্রেনিং হল প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির সকল ছাত্র ছাত্রীদের নিয়ে। সম্পূর্ণ ট্রনিং পরিচালনা করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত। লটারির মাধ্যমে অভিনব প্রতীক বন্টন করেছেন প্রধান শিক্ষক। চতুর্থ শ্রেণির দীপ মণ্ডলের প্রতীক বল, এছাড়াও কারোর বই, মাইক্রোফোন, ঝাড়ু, গাছ, সিলিন্ডার, জলের বোতল, সাবান, টুপি, এমনকি পেন চিহ্নে লড়াই করবে খুদেরা।
আরও পড়ুন: হাসফাঁস করা গরমকে হেলায় উড়িয়ে জমে উঠেছে চৈত্র সেল
সচিত্র পরিচয় পত্র দেখিয়ে সচিত্র ভোটার লিস্ট চেক করার পর ১৭ সি বুথে স্বাক্ষর করে আঙ্গুলে কালি নিয়ে ভোটদান কক্ষে ডিভাইসে বোতাম টিপে ভোট দেবে প্রত্যকে। বয়স অবশ্যই ৬ বছরের উর্দ্ধে ও ৭৫ শতাংশ স্কুলে উপস্থিত থাকলেই ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করবে। শুধু তাই নয় পোলিং অফিসার থাকবে বাইরে থেকে। অবশ্যই মহিলা বুধ হবে। নিরাপত্তা দেখবে ব্লাকক্যাট বাহিনী। সংসদ গঠন হলে পড়ুয়াদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা বাড়বে। ছোট থেকেই নেতৃত্ববোধ গড়ে উঠবে। সমাজ সম্পর্কে সচেতনতাও বাড়বে।
কৌশিক অধিকারী