TRENDING:

Lok Sabha Election 2024: মডেল বুথে তুলে ধরা হল পুরুলিয়ার শিল্প-সংস্কৃতি, রইল ভিডিও

Last Updated:

Lok Sabha Election 2024: এ বছর প্রায় প্রতিটি জেলাতেই মডেল বুথ তৈরি হয়েছে। জেলা পুরুলিয়াও তার মধ্যে ব্যতিক্রম নয়। কিন্তু এই মডেল বুথ অন্যান্য বুথের থেকে অনেকখানি আলাদা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন। শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হয়েছে।
advertisement

নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য দীর্ঘদিন ধরে চলেছে প্রস্তুতি। রাজ্যের বেশ কিছু জেলার সঙ্গে সঙ্গে জেলা পুরুলিয়াতে চলছে ষষ্ঠ দফার ভোট। ভোট দানের জন্য জেলায় একাধিক বুথ তৈরি হয়েছে। তার মধ্যে মহিলা পরিচালিত বুধ রয়েছে ১৪ টি। আর সেই ১৪ টির মধ্যে একটিমাত্র মডেল বুথ তৈরি হয়েছে।

এ বছর প্রায় প্রতিটি জেলাতেই মডেল বুথ তৈরি হয়েছে। জেলা পুরুলিয়াও তার মধ্যে ব্যতিক্রম নয়। কিন্তু এই মডেল বুথ অন্যান্য বুথের থেকে অনেকখানি আলাদা। তার কারণ এই বুথে পরিবেশ বাঁচানোর বিশেষ সর্তকতা বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও পুরুলিয়া শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। রয়েছে পলাশ মনি ম্যাসকট। রয়েছে সেলফি জোন।‌‌এই বুথের ভোট কর্মীরা মহিলা ও বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরাও মহিলা।

advertisement

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

View More

আরও পড়ুন: ৩০ লক্ষ ভোটারে মাত্র তিনজন! বড়জোড়ার কাজল তাঁদেরই একজন

তাই তো এই বুথকে গোলাপি বুথ অথবা পিংক বুথের নাম দেওয়া হয়েছে। ১৪০ ও‌ ১৪১ নং বুথকে মডেল বুথে রুপান্তরিত করেছে। এ বিষয়ে ভোটাররা বলেন, আমারা এরকম বুথ এর আগে দেখিনি।‌ এই বুথ খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের খুব ভালো‌ লাগছে এই বুথে এসে। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই তৈরি হয়েছে মডেল বুথ। এই মডেল বুথগুলি সত্যই নজর কাড়েছে সমস্ত মানুষের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: মডেল বুথে তুলে ধরা হল পুরুলিয়ার শিল্প-সংস্কৃতি, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল