TRENDING:

Lok Sabha Election 2024: ভোটের করাতে আসা কেন্দ্রীয় বাহিনীর এই শিবির যেন মিনি ভারতবর্ষ

Last Updated:

ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বর্তমান ঠিকানা দামোদর নদ-লাগোয়া রঘুনাথপুর থানার চেলিয়ামা কমিউনিটি হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: নিজেদের জীবন বাজি রেখে সারাটা বছরই দেশের পরিষেবায় নিয়োজিত থাকেন জওয়ানরা। গ্রীষ্ম-শীত, ঝড়-বৃষ্টি সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করেন তাঁরা। তুমি কর্তব্যে কোন‌ও ফাঁকি নেই। সামনেই লোকসভা নির্বাচন। সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করতে ইতিমধ্যেই রাজ্যে হাজির হয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। সর্বত্রই চলছে রুট মার্চ। পুরুলিয়াতেও এসেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর সেখানেই দেখা গেল এক অপূর্ব জাতীয় সংহতি।
advertisement

আরও পড়ুন: দিল্লির বিখ্যাত ছোলে-কুলচা এখন শিলিগুড়িতেও, আহা কী স্বাদ!

পুরুলিয়ায় ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বর্তমান ঠিকানা দামোদর নদ-লাগোয়া রঘুনাথপুর থানার চেলিয়ামা কমিউনিটি হল। বর্তমানে এই হল জওয়ানদের দ্বিতীয় ঘর হয়ে উঠেছে। এখানে এক হেঁসেলের এক উনুনে হচ্ছে সাত ভাষাভাষি জাওয়ানদের রান্না। সকলে মিলেমিশে এই ঘরের সমস্ত দায়-দায়িত্ব পালন করছেন। এই ক্যাম্পে যেন ফুটে উঠেছে বৈচিত্রের মধ্যে ঐক্য। ‌পুলিশ থেকে আধা সামরিক বাহিনী এমনিতেই শৃঙ্খলাপরায়ণ। ‌ তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই শিবির দেখলে মনে হতে পারে তা যেন মিনি ভারতবর্ষ।।

advertisement

এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডিং অফিসার এ কে টোপ্পা বলেন, এই ব্যাটেলিয়ানের সমস্ত জাওয়ানরা একসঙ্গেই থাকছে‌ন। তাঁরা একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন, সমস্ত কাজও একসঙ্গেই করছেন। তাদের মধ্যে একতা যথেষ্ট রয়েছে। একটি কোম্পানিতে মোট ১৩৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকেন। কিন্তু এই বাহিনীতে রয়েছে মোট ৭৫ জন।

View More

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রশাসনের পক্ষ থেকে জওয়ানদের জন্যই এই শিবির দেওয়া হয়েছে। এখানে রয়েছে স্থায়ী রান্নাঘর, ডাইনিং, ১০ টি শৌচালয়। জলের জন্য রয়েছে ট্যাঙ্কের ব্যবস্থা, রয়েছে দুটি জেনারেটর। এক হেঁশেলের এক উনুনে ভোর চারটে থেকে চলে রান্নাবান্না। তাঁরা বিভিন্ন ভাষাভাষী হলেও একত্রিত হয়ে একযোগে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন।

শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটের করাতে আসা কেন্দ্রীয় বাহিনীর এই শিবির যেন মিনি ভারতবর্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল