আরও পড়ুন: বসন্তের বৃষ্টিতে নাজেহাল ঝালদাবাসী, বাড়িতে ঢুকল জল
রাজনৈতিক দলগুলির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এরিয়া ডমিনেশনের কাজকে রূপায়িত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠক হয়। মঙ্গলবার পুরুলিয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসকের কার্যালয়ে ওই বৈঠক হয়। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জেলাশাসক রজত নন্দা বৈঠকে ছিলেন। উপস্থিত ছিলেন জেলায় আপাতত মোতায়েন থাকা চার কোম্পানি সিআরপিএফের কমান্ডিং অফিসাররা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে জেলাশাসক রজত নন্দা বলেন , ভোট ঘোষণার আগে থেকেই এই জেলায় নির্বাচনের কাজে যুক্ত কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন করছে। সোমবার সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল আর কোন কোন এলাকায় তাঁরা রুট মার্চ চান। বা কোন বুথ এলাকায় এরিয়া ডমিনেশন প্রয়োজন। যদিও রাজনৈতিক দলগুলি থেকে বিশেষভাবে কোনও তথ্য মেলেনি। তবুও এই বিষয় নিয়েই কেন্দ্রীয় বাহিনীর চার কম্যান্ডেন্টদের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের কাজে যুক্ত চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশনের পাশাপাশি ঝাড়খন্ড সীমানা এলাকায় অপারেশনের কাজেও যুক্ত রয়েছে। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন এলাকায় গিয়ে কনফিডেন্স বিল্ড আপও করছেন তাঁরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি