Bengali News: বসন্তের বৃষ্টিতে নাজেহাল ঝালদাবাসী, বাড়িতে ঢুকল জল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
হঠাৎ বৃষ্টিতে ভোগান্তির মধ্যে পড়েছে ঝালদা মহকুমা এলাকার বেশ কয়েকটি পরিবার। বৃষ্টিতে রাস্তার জল উপচে ঘরে ঢুক পড়েছে বলে অভিযোগ
পুরুলিয়া: টানা ঝড় বৃষ্টির দাপট দক্ষিণের একাধিক জায়গায়। পুরুলিয়াতেও পড়ল এর প্রভাব। মঙ্গলবার বৃষ্টির জেরে ঝালদায় একটি বাড়ি ভেঙে পড়ে। বুধবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকায় নাজেহাল অবস্থা জেলার মানুষের।
হঠাৎ বৃষ্টিতে ভোগান্তির মধ্যে পড়েছে ঝালদা মহকুমা এলাকার বেশ কয়েকটি পরিবার। বৃষ্টিতে রাস্তার জল উপচে ঘরে ঢুক পড়েছে বলে অভিযোগ। ঝালদা শহর লাগোয়া মাড়ু-মসিনা পঞ্চায়েতের শ্রমিক কল্যাণ কেন্দ্রের কাছে একটি ব্যাঙ্কের শাখার উল্টোদিকে থাকা কয়েকজন বাসিন্দা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
advertisement
advertisement
তাঁদের অভিযোগ, দীর্ঘ ৩০-৪০ বছর ধরে এই সমস্যার মধ্যে বসবাস করছেন। সামান্য বৃষ্টি হলেই নোংরা জল বাড়ির ভেতরে ঢুকে যায়। নিকাশি নালা না থাকার কারণে এমন অবস্থা। অল্প বৃষ্টিতেই ঘরে জল থইথই করে। এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এই বিষয়ে ওই পঞ্চায়েতের স্থানীয় সদস্য কংগ্রেসের রোহিন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমস্তকিছু দেখে এসেছেন। জল বের করার জন্য উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু বর্তমানে নির্বাচন বিধি থাকার কারণে সরকারিভাবে কোনও কাজ তিনি করতে পারছেন না। তবুও চেষ্টা করছেন যাতে এই সমস্যার সমাধান করা যায়।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 7:11 PM IST