২৫ মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়া থেকে কোলাঘাট, নন্দীগ্রাম থেকে ময়না সর্বোচ্চ চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তমলুক লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে, বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্যের ওপর। শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণার পরদিন থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। বিভিন্ন মন্দিরের পুজো দেওয়ার পাশাপাশি মসজিদ গুলিতে গিয়ে তিনি জনসংযোগ সারছেন। এর পাশাপাশি বিভিন্ন বাজার এলাকায় প্রচার ও জনসংযোগ জারি রয়েছে।
advertisement
আরও পড়ুন: শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে! জানুন বৃষ্টির খবর
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিন থেকেই দেবাংশু তমলুকে প্রচার শুরু করেছেন। আর বৃহস্পতিবার ২ মে তমলুক লোকসভা কেন্দ্র থেকে শাসকদলের হয়ে মনোনয়নপত্র জমা দেন দেবাংশু ভট্টাচার্য। মনোনয়ন পর্বের পর ভোটের প্রচারে বাড়তি জোর দিয়েছে দেবাংশু। হলদিয়া থেকে নন্দীগ্রাম, ময়না থেকে কোলাঘাট সর্বত্রই ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ৩ মে শুক্রবার মহিষাদলে একাধিক কর্মীসভা ও জনসংযোগ প্রচার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন নির্বাচনী প্রচার জনসভায় অংশগ্রহণের পর দেবাংশু সাইকেল নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন। তাঁর সঙ্গে সাইকেল চড়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। দুজনেই গ্রামের রাস্তায় সাইকেল চালিয়ে ভোটের প্রচার করেন।
আরও পড়ুন: পান্তাভাত কত ঘণ্টা জলে ভেজাবেন? বেশি হলেই বিপদ! এই গরমে খাওয়া ভাল না খারাপ? জানুন চিকিৎসকের মত
প্রসঙ্গত লোকসভা নির্বাচনের প্রচারে অভিনবত্ব আনতে একাধিক দলের প্রার্থীরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। কাউকে ক্রিকেট ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে কেউবা সকাল-সকাল জনসংযোগের পাশাপাশি শরীরচর্চায় মন দিয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্রের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু! কেউ এর আগে কখনও চায়ের আড্ডায়,কখনও জনসাধারণের সঙ্গে সেলফি বিলোতে দেখা গিয়েছে। এবার তিনি সাইকেল চালিয়ে ভোটের প্রচার করেন মহিষাদলের গ্রামে গ্রামে।
সৈকত শী