আরও পড়ুন: আগুন লেগে পাওয়ার হাউসের কোটি টাকার জিনিস নষ্ট, দমকলকে খবরই দিল না কর্মীরা!
নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই বিনা পারিশ্রমিকে মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। বাঁকুড়া জেলা ও বাঁকুড়া শহরের পথে পথে সাধারণ মানুষকে বাউল গানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সচেতন করছেন বাউল শিল্পী স্বপন দত্ত। প্রাক্তন রাষ্ট্রপতির দ্বারা প্রশংসিত পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত এক হাতে একতারা নিয়ে ও অন্য হাতে কোল ডুগি বাজিয়ে নিজের লেখা ও নিজের সুরে বাউল গান গেয়ে ভোট নিয়ে সচেতন করছেন অসাধারণ মানুষকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তিনি সবাইকে বলছেন ‘শান্তিপূর্ণভাবে ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ করো না’। এই বিষয়ে শিল্পী স্বপন দত্ত বাউল বলেন, বাঁকুড়া জেলার জমজমাট লোকালয়ে ভোট সচেতনতার প্রচার করে মানুষের কাছ থেকে অনেক ভালবাসা পাচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে কোনও পারিশ্রমিক নেবেন না বলেও জানিয়েছেন।
নীলাঞ্জন ব্যানার্জী