TRENDING:

Lok Sabha Election 2024: রামের ভোট আবার বামে নাকি কুড়মি, কোন ফ্যাক্টরে ভোট হবে বাঁকুড়ায়?

Last Updated:

Lok Sabha Election 2024: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে আবারও এখানে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী করেছে দলের বিধায়ক অরূপ চক্রবর্তীকে। সিপিএমের প্রার্থী পেশায় আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: রাত পোহালেই ষষ্ঠ দফার ভোটগ্রহণ। আর এই দফায় ভোটগ্রহণ হবে বাঁকুড়া লোকসভায়। রঘুনাথপুর (এসসি), শালতোড়া (এসসি), ছাতনা, রানিবাঁধ (এসটি), রাইপুর (এসটি), তালডাংরা ও বাঁকুড়া এই সাতটি বিধানসভা নিয়ে লোকসভা কেন্দ্রটি। এবার এখানে মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৮০ হাজার ৫৮০ জন। পুরুষ ভোটার ৮ লক্ষ ৯৭ হাজার ৭২৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৮ লক্ষ ৮২ হাজার ৮৫৪ জন। তৃতীয় লিঙ্গের মাত্র একজন ভোটার রয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে।
বাঁকুড়ার ভোটের ম্যাসকট ঘোটকনাথ 
বাঁকুড়ার ভোটের ম্যাসকট ঘোটকনাথ 
advertisement

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

৮৫ বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন ১২,৫১১ জন। ১৮-১৯ বছর বয়সী ভোটার ৪৮,৪৪৬ জন, ২০-২৯ বছরের ভোটার ৩ লক্ষ ৯৬ হাজার ৩৭০ জন এবং ১০০ বছরের ঊর্ধ্বে মোট ৭৩ জন ও পিডব্লুডি ভোটার রয়েছেন ১৩,০৮২ জন। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বাঁকুড়াকে। ভোটগ্রহণের আগে চূড়ান্ত প্রস্তুত পুলিশ ও জেলা প্রশাসন।

advertisement

আরও পড়ুন: গরমেও পাবেন আরাম, এই জায়গায় এলে প্রাণ জুড়াবে আপনারও

View More

বাঁকুড়ায় এবার ১৩ জন প্রার্থী মধ্যে ভোটের লড়াই হবে। তবে মূল লড়াই বিজেপি, তৃণমূল ও কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর মধ্যে। লড়াই বেশ হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে আবারও এখানে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী করেছে দলের বিধায়ক অরূপ চক্রবর্তীকে। সিপিএমের প্রার্থী পেশায় আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। রামে চলে যাওয়া বাম ভোট আবার ঝুলিতে ফিরবে বলে আশা প্রকাশ করেন। ২০১৯ এর নির্বাচনে সুভাষ সরকার তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জিকে ১ লক্ষ ৭৪ হাজার ৩৩৩ ভোটে পরাজিত করেছিলেন। তবে কুড়মি সমাজ নির্দল প্রার্থী দেওয়ায় এবার এখানকার ভোটের লড়াই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

advertisement

বাঁকুড়ায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৪৫ টি, যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ২০১ টি। বাঁকুড়া-বিষ্ণুপুর মিলিয়ে মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৪৭ টি, পিডব্লুডি পরিচালিত বুথ ৪ টি এবং মডেল বুথের সংখ্যা ৩১ টি। নিরাপত্তার খাতিরে বাঁকুড়া বিষ্ণুপুর মিলিয়ে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ৬৫২১ জন পুলিশ মোতায়েন থাকবেন।

advertisement

ইতিমধ্যেই বাঁকুড়া লোকসভায় বাড়িতে বাড়িতে ভোট সম্পন্ন হয়েছে। এখানে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম মিলিয়ে বাড়িতে ইতিমধ্যেই ভোট দিয়েছেন ৬,১২৮ জন।

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: রামের ভোট আবার বামে নাকি কুড়মি, কোন ফ্যাক্টরে ভোট হবে বাঁকুড়ায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল