চন্দ্রকোনার কাশিকুলি প্রাথমিক বিদ্যালয়ে ছেলের হাত ধরে এদিন ভোট দিতে আসেন শতবর্ষ পেরোনো বৃদ্ধা চপলা ভুঁইয়া। ভাল করে চোখে দেখতে পান না, কথা বলতেও বেশ অসুবিধা হয়। তবে দেশ গঠনে নিজের ভূমিকা রাখায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। আগে একা একাই ভোট দিতে আসতেন। তবে গত তিন বছর যাবৎ শরীরটা বেশি খারাপ হওয়ায়, ছেলের উপরে ভরসা করতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: কৃষি আরও যন্ত্রনির্ভর, চওড়া হাসি কৃষকের মুখে
১০৬ বছর বয়সে মায়ের ভোট দেওয়া প্রসঙ্গে চপলা দেবীর পুত্র জানান, শুধু মাত্র ভোটই নয়, দুর্গাপুজোর অষ্টমীর দিন এক একাই বাড়ির পাশের দুর্গা মন্দিরে পুজো দেখতে হাজির হয়ে যান তাঁর মা। এদিকে এদিন ব্যাপক উৎসাহের সঙ্গে ভোটগ্রহণ চলেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে। সকাল থেকেই ভোটারদের লম্বাল লাইন নজরে আসে। তবে বেলা বাড়লে রোদের তীব্রতার কারণে লাইন অনেকটা হালকা হয়ে গিয়েছিল। বিকেলের দিকে আবার মানুষ বুথে ভিড় করেন।
তবে নজর কাড়া ব্যাপার হল এবার বয়ষ্ক ভোটদাতারাদের মধ্যে ভোট দান ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ১১০ বছর বয়স এমন ভোটার কেউ বুথে এসে ভোট দিতে দেখা গিয়েছে!
নীলাঞ্জন ব্যানার্জী