Paddy Cultivation: কৃষি আরও যন্ত্রনির্ভর, চওড়া হাসি কৃষকের মুখে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Paddy Cultivation: আগামীদিনে কম সময়ে আরও বেশি ফসল উৎপাদন করতে এই পদ্ধতি কাজে লাগবে বলে মত কৃষি আধিকারিকদের। এবছর এই পদ্ধতি প্রয়োগ করে ভাল ফল মিলেছে
দক্ষিণ ২৪ পরগনা: এই জেলা কৃষি প্রধান। এখানে বিপুল পরিমাণে ধান চাষ হয়। এই ধান চাষ শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক পক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। সেক্ষেত্রে কৃষকের সময় এবং অর্থ ব্যায় হয় অনেকটাই। এর হাত থেকে কৃষকদের রেহাই দিতে এবং তাদের মুনাফার পরিমান বাড়াতে শুরু হয়েছিল কৃষিক্ষেত্রে যান্ত্রীকিকরণ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প, ছোট কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ৫০ শতাংশ ভর্তুকি, শক্তিশালী কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ৬০ শতাংশ ভর্তুকি দিয়ে থাকে সরকার।
ধান চাষের শুরুর সময় থেকে যন্ত্রকে কাজে লাগিয়ে ধানের উৎপাদন শুরু করে কৃষি অফিসগুলি। প্রথমে ভর্তুকিতে ড্রোন দিয়ে তরল ওষুধ, সার ও বিষ স্প্রে করা হয়। পরে ধীরে ধীরে দেওয়া হয় পাওয়ারটিলার, ট্রাকটর, ইলেকট্রিক মটর সহ আরও অন্যান্য যন্ত্রপাতি। যার ফলে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষিতে যন্ত্রপাতির ব্যবহারের ফলে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে অনেকটাই।
advertisement
আরও পড়ুন: জল পান করতে এসেও শুকনো গলায় ফিরতে হচ্ছে হাতির দলকে, পরিচিত দৃশ্য দেখতে না পেয়ে হতাশ পর্যটকরা
advertisement
সবমিলিয়ে কৃষি ক্ষেত্রে অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। এই পদ্ধতির মাধ্যমে ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রক্রিয়াই সুসম্পন্ন করা যাচ্ছে। আগামীদিনে কম সময়ে আরও বেশি ফসল উৎপাদন করতে এই পদ্ধতি কাজে লাগবে বলে মত কৃষি আধিকারিকদের। এবছর এই পদ্ধতি প্রয়োগ করে ভাল ফল মিলেছে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 4:41 PM IST