স্কুল গড়ার দাবিতে এদিন রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ছাত্রের অভাবে রাজ্যে একের পর এক প্রাথমিক বিদ্যালয়গুলিতে তালা ঝুলছে। রাজ্যজুড়ে বন্ধ হয়েছে একাধিক স্কুল। এই আবহে প্রাথমিক বিদ্যালয়ের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর এলাকার বাসিন্দারা পথে নামলেন। সঠিকভাবে পড়াশোনার জন্য স্কুল গড়ার দাবি জানানোর পাশাপাশি সেই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের অধীন তাজপুরে শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। ওই শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১০০-এর কাছাকাছি। প্রথমে সেখানে ৩ জন শিক্ষিকা ছিলেন। কিন্তু বর্তমানে তা কমে ১ জন হয়েছে। নতুন করে নিয়োগ না হওয়ায় ছাত্র সংখ্যাও কমতে শুরু করেছে। তাই সব ক্লাসে ঠিক মতো পড়াশোনা হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর আরও অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্রে নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় এবং সেই সঙ্গে পড়াশোনার মান কমে যাওয়ায় ছাত্রছাত্রীদের প্রায় ৬-৭ কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠন করতে পাঠাতে হয়। এর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই বিষয়ে প্রমিলা ঘোড়াই নামে এক এলাকাবাসী বলেন, ‘আমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে। তাঁদের বহুদূর পর্যন্ত পাঠানো সম্ভব নয়। এখান থেকে স্কুলের দূরত্ব ৬-৭ কিলোমিটার। সেখানে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের পাঠাতে অসুবিধা হয়।’ রামনগর ১ ব্লকের বিডিও এই প্রসঙ্গে জানান, পূর্বতন বিডিও মারফত প্রাথমিক বিদ্যালয় গড়ার আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাথমিক বিদ্যালয়ের দাবিতে সাধারণ মানুষ এবার পথে নেমেছেন। তাঁদের দাবি, অবিলম্বে এই এলাকায় একটি প্রাথমিক স্কুল স্থাপন করা হোক। দীর্ঘ ৪ বছর ধরে তাঁরা একটি প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনের দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যেই জেলাশাসক ও প্রাথমিক শিক্ষা সংসদে বিভিন্নভাবে জানিয়েছেন, কিন্তু কোনও সুরাহা হয়নি।





