Kaikhali Accident: সন্তানকে বাঁচাতে প্রাণ দিল মা! ট্রাকের চাকায় পিষে গেলেন মহিলা, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কৈখালি

Last Updated:

Kaikhali Accident: বিপদ আসছে দেখে স্বামী-সন্তানকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন ওই মহিলা। বুদ্ধির জোরে নিজের কোলের সন্তানকে ফুটপাথে ছুঁড়ে দেন। পথচারীরা শিশুটিকে ধরে ফেলেন। কিন্তু নিজের জীবন রক্ষা করার মতো সময় পাননি তিনি।

কৈখালি
কৈখালি
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ কৈখালিতে মর্মান্তিক দুর্ঘটনা, সন্তানের প্রাণ বাঁচাতে গিয়ে ট্রাকের চাকার নীচে পিষে গেলেন মা। এমনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল রাতের শহর। সন্তানের প্রাণ বাঁচাতে গিয়ে ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে মৃত্যু হল পূজা মণ্ডলের। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। কৈখালি-এয়ারপোর্টমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও কোলের সন্তানকে নিয়ে ইলেকট্রিক স্কুটারে হলদিরাম মোড়ের দিক থেকে কৈখালির দিকে যাচ্ছিলেন। রাতের ব্যস্ত রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির চাকা পিছলে যায়। মুহূর্তের মধ্যে উল্টে যায় স্কুটি, তিনজনই ছিটকে পড়েন। ঠিক সেই সময় দ্রুতগতিতে ছুটে আসছিল একটি ১০ চাকার ট্রাক।
advertisement
আরও পড়ুনঃ ‘স্পাইডারম্যানের জালেই’ ধরা পড়ছে ভবিষ্যতে ভারতীয় ফুটবলের আশা! জেলায় প্রতিভার খোঁজে সুব্রত পাল
বিপদ আসছে দেখে স্বামী-সন্তানকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন পূজা। বুদ্ধির জোরে নিজের কোলের সন্তানকে ফুটপাথে ছুঁড়ে দেন। পথচারীরা শিশুটিকে ধরে ফেলেন। কিন্তু নিজের জীবন রক্ষা করার মতো সময় পাননি তিনি। দ্রুতগতির ট্রাকটি ব্রেক কষলেও সঠিক সময়ে থামতে পারেনি। ট্রাকের চাকার নীচে পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা তৎক্ষণাৎ পূজা, তাঁর স্বামী ও সন্তানের সাহায্যে এগিয়ে আসেন। তাঁদের উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা পূজাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী ও সন্তানের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার পরেই ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। রাতেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের এই সাহসকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaikhali Accident: সন্তানকে বাঁচাতে প্রাণ দিল মা! ট্রাকের চাকায় পিষে গেলেন মহিলা, মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কৈখালি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের নেই, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

  • উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement