পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেশ কিছু গ্রামের মানুষ জঙ্গলে পাতা কুড়োতে যান। অনেকসময় পাতা কুড়োর সময় না বুঝতে পেরে অনিচ্ছাকৃতভাবেই ডিমগুলো বেখেয়ালে হাত লেগে নষ্ট হয়ে যায়৷ তাই এবার যাতে সেগুলি নষ্ট না হয় সেকারণে আদুরিয়ায় অনেকেই পাহারা দিচ্ছেন ডিম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের যে অংশে ডিমগুলি রয়েছে সেখানে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না৷
advertisement
আরও পড়ুন: টেরাকোটার রাখি বাঁধুন ভাইয়ের হাতে! আসবে ব্যতিক্রমী লুক
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে কাঁকসার জঙ্গলে দেউলে পরীক্ষামূলকভাবে কয়েকটি ময়ূর ছাড়া হয়েছিল বন দফতরের পক্ষ থেকে। পরবর্তিতে উপযুক্ত পরিবেশ পেয়ে সেই ময়ূরগুলোই বংশবিস্তার করে আশপাশের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। জঙ্গলের স্থানীয় বাসিন্দারা প্রায় ১৫০ থেকে ২০০ টির কাছাকাছি ময়ূরকে দেখতে পেয়েছেন বলেও জানিয়েছেন।
এই পরিস্থিতিতে ময়ূরের বংশবৃদ্ধির যাতে কোনওরকম অসুবিধা না হয় তারজন্য ডিমগুলি গ্রামবাসীদের কড়া নজরদারিতে রয়েছে৷ সূত্রের খবর, বর্তমানে ওই জঙ্গলে কাউকেই সেভাবে ঘোরাঘুরি করতে দেওয়া হচ্ছে না৷ সকলেই কড়া নজরদারি চালাচ্ছেন।
বনোয়ারীলাল চৌধুরী