Terracotta Rakhi: টেরাকোটার রাখি বাঁধুন ভাইয়ের হাতে! আসবে ব্যতিক্রমী লুক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Terracotta Rakhi: ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে এই রাখিগুলি। রাখিগুলির উপরে ফুটে উঠেছে বিষ্ণুপুর এবং মুকুটমণিপুর
বাঁকুড়া: রাখি পূর্ণিমার আগে দারুণ চমক বাঁকুড়ায়। রাখিতে ফুটে উঠল বাঁকুড়ার পুরানো শিল্প। বাঁকুড়ার পরিচিতি হল টেরাকোটা শিল্প। সেই টেরাকোটা শিল্প রীতি ফুটে উঠল রাখির মধ্যে। ফুটে উঠল জেলার ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র।
জল, জঙ্গল, পাহাড় আর প্রাচীন ঐতিহ্যের জেলা বাঁকুড়া। জেলার হস্তশিল্পের মধ্যে প্রাচীনতম শিল্প টেরাকোটা। পাঁচমুড়ার টেরাকোটা শিল্প জগৎবিখ্যাত। খাতড়া মহকুমা প্রশাসন ও বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে টেরাকোটা গ্রামে এবার তৈরি হচ্ছে টেরাকোটা রাখি। এই টেরাকোটা রাখির থিমে রয়েছে বাঁকুড়ার মুকুটমনিপুর এবং বিষ্ণুপুর।
advertisement
advertisement
পর্যটনের বিকাশ ও টেরাকোটা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই অভিনব রাখি তৈরি করা হয়েছে। ভাতৃত্বের বন্ধনে এই রাখি ছড়িয়ে দেবে জেলার শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে। চলতি বছরে এই প্রথম টেরাকোটা শিল্পের অভিনব রাখি বাজারে আসতে চলেছে পাঁচমুড়ার টেরাকোটা শিল্পীদের সৌজন্যে।
রাখি শিল্পী টুটুন কুম্ভকার জানান, ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে এই রাখিগুলি। রাখিগুলির উপরে ফুটে উঠেছে বিষ্ণুপুর এবং মুকুটমণিপুর। একমাস সময় লেগেছে রাখিগুলি তৈরি করতে। তাঁর আশা, এই রাখি এবার ভাই-বোনেদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 5:56 PM IST