আরও পড়ুন: দু’দিন আগেই পৌঁছে গেল সান্তাক্লজ! তারপর যা হল…
গোঘাটের এই ভাবাদিঘিতে মাছ চাষ করে বহু পরিবারের মুখে দু’বেলা অন্ন ওঠে। এলাকার বহু পরিবার এখনও দিঘির জল ব্যবহার করেন। দিঘিটা এলাকাবাসীদের কাছে অন্নদাতা মায়ের মতো। কিন্তু প্রস্তাবিত রেলের প্রকল্প অনুযায়ী তারকেশ্বর-বিষ্ণুপুর রেল যোগাযোগের জন্য ভাবাদিঘির উপর দিয়ে রেললাইন যাওয়ার কথা। কিন্তু তা হতে দিতে রাজি নয় এলাকাবাসী। তাঁরা সকলেই চান, বিকল্প রাস্তা দিয়ে এই রেলপথ যাক যাতে ভাবাদিঘি রক্ষা পায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয়ে গ্রামবাসীদের বক্তব্য, রেল প্রকল্প হোক। তবে ভাবাদিঘিকে বাঁচিয়ে এই প্রকল্প করতে হবে। এটাই গ্রামের একমাত্র দিঘি। এর জলই ভরসা সকলের। সেইসঙ্গে এলাকার পরিবেশ ঠিক রাখতে দিঘির বিন্দুমাত্র ক্ষতি হতে দিতে রাজি নয় তাঁরা। ভাবাদিঘি বাঁচাও কমিটির সভাপতি সুকুমার রায় বলেন, কমিটি গঠনের আগে রেলের ইঞ্জিনিয়াররা এই এলাকায় রেলপথ তৈরির জন্য মাপযোক করা শুরু করেন। সেই সময় গুগলে একটি ম্যাপ দেখতে পেয়েছিলাম। ভাবাদিঘি থেকে ৫০০ মিটার দূর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই রাতারাতি সেই লাইনের অ্যালাইনমেন্ট বদলে যায়। সেই প্রস্তাবিত পথ বদলে গিয়ে একেবারে দিঘির মাঝখান দিয়ে নতুন ম্যাপ তৈরি হয়। তিনি জানান, প্রাণ থাকতে এই দিঘির উপর দিয়ে রেললাইন যেতে দেবন না। সেই সঙ্গে প্রশ্ন তোলেন, সরকার সকলকে পরিবেশ রক্ষা করতে বলছে, অথচ এক্ষেত্রে সরকারের একটি দফতর নিজে পরিবেশ ধ্বংসে উদ্যোগী হয়েছে।
শুভজিৎ ঘোষ