আরও পড়ুন: সোলার ফেন্সিং দিয়ে গ্রাম ঘেরা হচ্ছে, আবার চাষ শুরুর স্বপ্ন কৃষকদের
সুন্দরবনে আধুনিক ভাস্কর্য তৈরি শিখিয়ে নজির গড়েছেন মহেশ হালদার। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার ভাজনা মানিক দুয়ানী এলাকার বছর ৩৩ এর যুবক মহেশ। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাঁর প্রচন্ড ঝোঁক ছিল। গ্রামে লেখাপড়ার পর কলকাতায় এসে চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এমএফএ পাশ করেন। সেখানেই শেখেন ভাস্কর্য তৈরি। এরপর মহেশ হালদার কাঠের মূর্তি তৈরি, চামড়ার উপরে বিভিন্ন ছবি সহ রং তুলি নিয়ে বিভিন্ন চিত্র অঙ্কন শুরু করেন। এরপর গ্রামেই গড়ে তোলে ছবিরানি অঙ্কন শিক্ষাকেন্দ্র। যেখানে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২০০।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নিজের গ্রামে চালু করা শিক্ষা কেন্দ্রে এখন আঁকা শেখানোর পাশাপাশি এই যুবক শিল্পী ভাস্কর্য তৈরিও শেখাচ্ছেন। তাঁর হাতে একটু একটু করে গড়ে উঠছেন গ্রামের ছেলে মেয়েরা। অভিনব এই শিল্প কলা শেখানোর কথা ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। অর্থাভাবে গাছের শিকড়ের অংশ নিয়ে এসে এই ভাস্কর্য তৈরির দিকে মন দিয়েছেন তিনি। এভাবে এলাকায় নতুন জিনিস শেখানোয় জনপ্রিয় হয়ে উঠেছে মহেশ।
নবাব মল্লিক





