TRENDING:

Local Video: আর আর্ট কলেজ নয়, ভাস্কর্য তৈরির পাঠ এখন সুন্দরবনে

Last Updated:

গ্রামে লেখাপড়ার পর কলকাতায় এসে চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এমএফএ পাশ করেন। সেখানেই শেখেন ভাস্কর্য তৈরি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ভাস্কর্য তৈরি শেখাচ্ছেন মহেশ হালদার। এই ধরণের শিল্পকলা সাধরণত বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়। কলকাতার বিখ্যাত আর্ট কলেজে এমনই অনন্য সুন্দর কাজ শিখে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছেন অনেকে। সেখানে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীদের এই শিল্পকলা শেখানোর বিষয়টি নিঃসন্দেহে চমকপ্রদ।
advertisement

আরও পড়ুন: সোলার ফেন্সিং দিয়ে গ্রাম ঘেরা হচ্ছে, আবার চাষ শুরুর স্বপ্ন কৃষকদের

সুন্দরবনে আধুনিক ভাস্কর্য তৈরি শিখিয়ে নজির গড়েছেন মহেশ হালদার। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার ভাজনা মানিক দুয়ানী এলাকার বছর ৩৩ এর যুবক মহেশ। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাঁর প্রচন্ড ঝোঁক ছিল। গ্রামে লেখাপড়ার পর কলকাতায় এসে চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এমএফএ পাশ করেন। সেখানেই শেখেন ভাস্কর্য তৈরি। এরপর মহেশ হালদার কাঠের মূর্তি তৈরি, চামড়ার উপরে বিভিন্ন ছবি সহ রং তুলি নিয়ে বিভিন্ন চিত্র অঙ্কন শুরু করেন। এরপর গ্রামেই গড়ে তোলে ছবিরানি অঙ্কন শিক্ষাকেন্দ্র। যেখানে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২০০।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নিজের গ্রামে চালু করা শিক্ষা কেন্দ্রে এখন আঁকা শেখানোর পাশাপাশি এই যুবক শিল্পী ভাস্কর্য তৈরি‌ও শেখাচ্ছেন। তাঁর হাতে একটু একটু করে গড়ে উঠছেন গ্রামের ছেলে মেয়েরা। অভিনব এই শিল্প কলা শেখানোর কথা ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। অর্থাভাবে গাছের শিকড়ের অংশ নিয়ে এসে এই ভাস্কর্য তৈরির দিকে মন দিয়েছেন তিনি। এভাবে এলাকায় নতুন জিনিস শেখানোয় জনপ্রিয় হয়ে উঠেছে মহেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Video: আর আর্ট কলেজ নয়, ভাস্কর্য তৈরির পাঠ এখন সুন্দরবনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল