Bengali News: সোলার ফেন্সিং দিয়ে গ্রাম ঘেরা হচ্ছে, আবার চাষ শুরুর স্বপ্ন কৃষকদের

Last Updated:

বৈদ্যুতিক ফেন্সিং বন‍্যপ্রাণীদের পক্ষে ক্ষতিকর। যার ফলে সোলার ফেন্সিং-এর উপর ভরসা রাখছেন বন দফতরের কর্তারা

+
সোলার

সোলার ফেন্সিং

আলিপুরদুয়ার: বন‍্যপ্রাণের সুরক্ষার পাশাপাশি কৃষকদের চাষের জমি বাঁচাতে অন্য পথ বেছে নিল বন দফতরের হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জ। সোলার ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এই রেঞ্জের অন্তর্গত গ্রামের সীমানাগুলি। ফলে জঙ্গল থেকে বন্যপ্রাণীরা আর সহজে লোকালয়ে চলে আসতে পারবে না।
বৈদ্যুতিক ফেন্সিং বন‍্যপ্রাণীদের পক্ষে ক্ষতিকর। যার ফলে সোলার ফেন্সিং-এর উপর ভরসা রাখছেন বন দফতরের কর্তারা। সোলার ফেন্সিং কম বিদ‍্যুৎ সম্পন্ন হয়। ফলে এর সংস্পর্শে এলে বিদ্যুতের ঝটকা খেলেও মৃত্যু হবে না বন্যপ্রাণীদের। বন দফতর সোলার ফেন্সিং বসানোর ফলে নিশ্চিন্ত হয়েছেন কৃষকেরা। তাঁদের ফসল সুরক্ষিত থাকবে। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া গ্রাম গোপাল বাহাদুর বস্তি, গোদাম ডাবরি, হিমালি টোল এলাকায় দেখা যায় বুনো হাতির উপদ্রব। গোপাল বাহাদুরবস্তিতে দু’জন হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন। তারপর থেকেই আরও আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
এই এলাকায় ভুট্টা, ধান চাষ হয়। পাশাপাশি হয় সুপরির চাষ। হিমালি টোল এলাকায় ৬ কিমি সোলার ফেন্সিং বসেছে। গোপাল বাহাদুর বস্তি এলাকাতেও বসছে সোলার ফেন্সিং। হ‍্যামিল্টনগঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কণ নন্দী জানান, জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সোলার ফেন্সিং বসানোর কাজ চলছে। এটা সবদিক থেকেই নিরাপদ।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এদিকে হাতির তাণ্ডবের কারণে কৃষিকাজের কথা ভুলতে বসেছিলেন এইসব এলাকার কৃষকরা। বিকল্প জীবিকা হিসেবে অনেকে দিনমজুরের কাজ শুরু করেন। তবে বন দফতর সোলার ফেন্সিং বসানোয় আবার কৃষিকাজ শুরু করার স্বপ্ন দেখছেন তাঁরা।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: সোলার ফেন্সিং দিয়ে গ্রাম ঘেরা হচ্ছে, আবার চাষ শুরুর স্বপ্ন কৃষকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement