হাজারও যাত্রীদের নিয়ে ট্রেন চালিয়ে গন্তব্যে পৌঁছলেন এক নারী। দেবীর বিসর্জনে শক্তহাতে জেগে উঠেছেন আরেক উমা। পরিবার সামলে বেশ কয়েক বছর নিজের দায়িত্বে অবিচল এক মহিলা। তবে এবার থেকে বাড়তি দায়িত্ব তাঁর। সকালে প্যাসেঞ্জার নিয়ে হাওড়া, হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ট্রেন চালাবেন দীপান্বিতা দাস। তিনি দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় প্রথম মহিলা ইএমইউ চালক। বুধবার থেকে তিনি চালাচ্ছেন লোকাল ট্রেন।
advertisement
আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
বিজয়াতে দেবীর বিসর্জনের পরপরই বোধন হল এমনই এক নারীশক্তির। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় প্রথম ইএমইউ লোকাল চালালেন এক মহিলা। তাও এই ডিভিশনে প্রথম। দেবী দশভূজার বিদায়ের পরই হাজারও যাত্রীদের নিয়ে রওনা দিল মেদিনীপুর হাওড়া লোকাল। আর যার চালক আসনে ছিলেন দীপান্বিতা। স্বাভাবিকভাবেই দেবী মহামায়ার বিসর্জনে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় বোধন হল নারীশক্তির।
আরও পড়ুন: অকালেই সব শেষ, চিকিৎসা করতে-করতেই ডেঙ্গিতে মৃত্যু SSKM-এর তরুণ চিকিৎসকের!
বুধবার দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখায় মেদিনীপুর থেকে হাওড়া গামী ৬.২০ এর লোকাল চালিয়ে নিয়ে যান হাওড়ার উদ্দেশ্যে। বুধবারের পর বৃহস্পতিবারও তিনি তাঁর দায়িত্ব সামলেছেন। খড়গপুর রেলওয়ে ডিভিশন সূত্রে খবর, দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় ইএমইউ লোকাল ট্রেনের প্রথম মহিলা চালক দীপান্বিতা দাস। এর আগে প্রায় দশ বছরেরও বেশি সময় তিনি মালগাড়ি চালিয়েছেন।
তবে এবার তাঁর কাছে বাড়তি দায়িত্ব। দায়িত্ব সাধারণের। তবে তিনি আশাবাদী পারবেন। সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে নারীশক্তির জয়জয়কার। মহিলা চালকের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ