আরও পড়ুন: মেয়ের জন্মদিনে নিজেকে শেষ করে দিল বাবা!
অজয়বাবু পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে থাকেন। সম্প্রতি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পাড়ি দিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানে আয়োজিত হয়েছিল ২৮ তম থাইল্যান্ড মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পৃথিবীর ১৭ টি দেশ। ১৭ টি দেশের মধ্যে এশিয়া, ইউরোপ, আফ্রিকার দেশও ছিল। প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় ৩৭০০ জনেরও বেশি। পূর্ব বর্ধমানের অজয় মণ্ডল সেখানে ৬০ থেকে ৬৫ বছর গ্রুপের মধ্যে ছিলেন। তিনি ৪০০ ও ৮০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে দুটি স্বর্ণপদক পান।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রসঙ্গে অজয় কুমার মণ্ডল জানান, পি কে খান্ডেলওয়াল নামে এক ব্যবসায়ীর আর্থিক সহযোগিতায় তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিকে অজয়বাবুর এই সাফল্যের কথা ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া কাটোয়া শহরজুড়ে।
বনোয়ারীলাল চৌধুরী