TRENDING:

Local Sports: কারোর দাম ৯০ টাকা তো কেউ বিক্রি হলেন ১২০-তে! নিলামে এমনই দর উঠল খেলোয়ারদের

Last Updated:

খেলা তো অনেকই হয়, তবে খেলার আগে প্লেয়ারদের নিলাম এই প্রথম শান্তিপুরে। শান্তিপুর কলেজ ময়দানে এই প্রথম লং ক্যামবিস বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: আর কয়েকদিন পরেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে ক্রিকেট প্রেমীরা। শুধু খেলাই নয়, আইপিএলের প্রধান আকর্ষণ হল অকশন অথবা বলা যেতে পারে নিলাম। সেই নিলামে এবারে ২৪ কোটি টাকায় বিক্রি হয়ে সর্বকালীন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার জোরে বলার মিচেল স্টার্ক। তাঁকে আবার কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ফলে বাংলার ক্রীড়া প্রেমীদের মধ্যে উত্তেজনা স্বাভাবিকভাবেই একটু যেন বেশি। তবে এবার আইপিএল নিলামের ঘরমাগরম মজা পাওয়া যাবে শান্তিপুরে।
advertisement

আরও পড়ুন: এই ধাবার আলু পরোটা খাওয়ার জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসে সবাই

খেলা তো অনেকই হয়, তবে খেলার আগে প্লেয়ারদের নিলাম এই প্রথম শান্তিপুরে। শান্তিপুর কলেজ ময়দানে এই প্রথম লং ক্যামবিস বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। চারটি ফ্রাঞ্চাইজির টুর্নামেন্ট এটি। খেলা হবে লিগ পদ্ধতিতে। প্রথম যেই দুই দল থাকবে লিগ সিস্টেমে তাদেরকে নিয়েই খেলা হবে ফাইনাল ম্যাচ। চারটি ফ্রাঞ্চাইজি টিম থাকবে। তারা খেলোয়াড়দের নিলামের মাধ্যমে টিমে নিতে পারবে। তবে এখানে কোটি কোটি টাকায় নয়, খেলোয়াড়দের কেউ বিক্রি হবেন ১২৫ টাকায়, আবার কেউ ৯০ টাকায়। এমনই দাম নির্ধারণ করা হয়েছে প্লেয়ারদের। এরপর অকশন অথবা নিলামের মাধ্যমে সেই প্লেয়ারদের দাম হাঁকতে পারবে ফ্রাঞ্চাইজিরা। যে যত বেশি দাম হাঁকতে পারবেন সেই খেলোয়াড়কে নিতে পারবেন সেই ফ্রাঞ্চাইজি দল। স্বাভাবিকভাবেই আইপিএলের আগে পাড়ায় এই ছোট ক্যামবিস বলের টুর্নামেন্ট আয়োজনের ফলে রীতিমত সাড়া পড়ে গিয়েছে গোটা শান্তিপুর সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

যদিও খেলার মধ্যে টাকা পয়সা ঢোকানো এবং খেলোয়াড়দের টাকা পয়সার মাধ্যমে নিলাম করাকে অনেকেই ভালোভাবে নিতে পারেননি। তবে এর প্রত্যুত্তরে টুর্নামেন্ট আয়োজকরা জানান, মূলত খেলোয়াড়দের মনোবল ও উৎসাহ বৃদ্ধি করতেই এই নিলামের আয়োজন করা হয়েছে। টাকাটি এখানে রূপক মাত্র। খুব সামান্য টাকাই ধার্য করা হয়েছে যাতে খেলায় প্রতিযোগিতার আমেজ বজায় থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Sports: কারোর দাম ৯০ টাকা তো কেউ বিক্রি হলেন ১২০-তে! নিলামে এমনই দর উঠল খেলোয়ারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল