TRENDING:

Bull attack: এলাকার ডন এখন ভোলানাথের বাহন! ষাঁড়ের ভয়ে ঘুম উড়েছে এলাকাবাসীর 

Last Updated:

এ পর্যন্ত পরপর বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে এবং যাকেই দেখে তার দিকেই আক্রমণাত্মক ভাব নিয়ে তেড়ে আসে সেই ষাঁড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: এলাকার ডন এখন ভোলানাথের বাহন। ডনের ভয় ঘুম উড়েছে গোটা এলাকাবাসীর। আগেকার দিনে সিনেমায় ডনকে দেখলে গোটা পাড়া ভয় সন্ত্রস্ত থাকত। ঠিক তেমনই বর্তমানে গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে এলাকার অন্যতম ডন ভোলানাথের বাহন অর্থাৎ একটি ষাঁড়। যদিও এই ডন কোন মানুষ না হলেও তার থেকে কিছু কম যায় না। এ পর্যন্ত পরপর বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে এবং যাকেই দেখে তার দিকেই আক্রমণাত্মক ভাব নিয়ে তেড়ে আসে সেই ষাঁড়। বেলঘড়িয়া-গবার চর তালতলা পাড়ায় কালো ষাঁড়ের তাণ্ডবে এখন আতঙ্কিত এলাকাবাসী।
advertisement

বেলঘড়িয়া থেকে গবার চড় তালতলা পাড়া এলাকায় একটি কালো রঙের ষাঁড়ের তাণ্ডবে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগে রাতে ওই ষাঁড়টি পরপর তিনটি বাড়ি ভাঙচুর করে এবং যাকে দেখছে তাকেই তেড়ে এসে মারার চেষ্টা করছে। এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ।

আরও পড়ুন: নৈহাটি ফেরিঘাটে যাবেন বড়মা-র দর্শনে, কী নামে টিকিট বুক করবেন, ফেরিঘাটের নামবদল

advertisement

স্থানীয়রা জানান, কালো রঙের ষাঁড়টি কিছুদিন থেকেই এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং এখনও সেই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। বহু চেষ্টা করেও ষাঁড়টিকে এলাকা থেকে তাড়ানো সম্ভব হয়নি। শিশুরা তো বটেই, প্রাপ্তবয়স্করাও ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছেন না।

আরও পড়ুন: টকটকে রক্তের দগদগে দাগ! অন্ধকারে জ্বলছে চোখ! ওটা কী? হাড়হিম আতঙ্কে রক্ত জল!

advertisement

স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে। আতঙ্কিত এলাকাবাসী দ্রুত ষাঁড়টিকে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। বিশেষ করে তারা ভয়ে রয়েছেন এলাকার শিশু এবং বৃদ্ধদের নিয়ে। ষাঁড় হঠাৎ করে তেড়ে এলে যুবক যুবতীরা পালিয়ে বাঁচলেও শিশু এবং বিশেষ করে বয়স্ক মানুষেরা তা পারেন না। আর সেই কারণে ই পরিবারের প্রতি চিন্তায় আতঙ্কে ঘুম উড়েছে অনেকেরই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bull attack: এলাকার ডন এখন ভোলানাথের বাহন! ষাঁড়ের ভয়ে ঘুম উড়েছে এলাকাবাসীর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল