বেলঘড়িয়া থেকে গবার চড় তালতলা পাড়া এলাকায় একটি কালো রঙের ষাঁড়ের তাণ্ডবে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগে রাতে ওই ষাঁড়টি পরপর তিনটি বাড়ি ভাঙচুর করে এবং যাকে দেখছে তাকেই তেড়ে এসে মারার চেষ্টা করছে। এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ।
আরও পড়ুন: নৈহাটি ফেরিঘাটে যাবেন বড়মা-র দর্শনে, কী নামে টিকিট বুক করবেন, ফেরিঘাটের নামবদল
advertisement
স্থানীয়রা জানান, কালো রঙের ষাঁড়টি কিছুদিন থেকেই এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে এবং এখনও সেই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। বহু চেষ্টা করেও ষাঁড়টিকে এলাকা থেকে তাড়ানো সম্ভব হয়নি। শিশুরা তো বটেই, প্রাপ্তবয়স্করাও ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছেন না।
আরও পড়ুন: টকটকে রক্তের দগদগে দাগ! অন্ধকারে জ্বলছে চোখ! ওটা কী? হাড়হিম আতঙ্কে রক্ত জল!
স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে। আতঙ্কিত এলাকাবাসী দ্রুত ষাঁড়টিকে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। বিশেষ করে তারা ভয়ে রয়েছেন এলাকার শিশু এবং বৃদ্ধদের নিয়ে। ষাঁড় হঠাৎ করে তেড়ে এলে যুবক যুবতীরা পালিয়ে বাঁচলেও শিশু এবং বিশেষ করে বয়স্ক মানুষেরা তা পারেন না। আর সেই কারণে ই পরিবারের প্রতি চিন্তায় আতঙ্কে ঘুম উড়েছে অনেকেরই।
Mainak Debnath