গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের আড়াই কিলোমিটার রাস্তায় দীর্ঘদিন কোনও কাজ হয়নি। বৃষ্টিতে রাস্তার হাল আরও বেহাল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে গ্রামবাসীদের। খোদ পঞ্চায়েত সদস্যর অভিযোগ রাস্তা খারাপ হলে নিজেদেরকেই ঠিক করতে হয়।
advertisement
গ্রামবাসীদের দাবি, এই আড়াই কিলোমিটার রাস্তা ঢালাই বা পিচ রাস্তা করা হোক।বারবার পঞ্চায়েত, বিডিও অফিসে লিখিত ভাবে জানিও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এই রাস্তা অবরোধ করেছে। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের সদস্য থেকে প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিডিও সবাইকে এই বেহাল রাস্তার ব্যাপারে বিস্তারিত জানান হয়েছে। রাস্তা সংস্কারের জন্য বার বার আবেদন করা হয়েছে। কিন্তু আশ্বাস ছাড়া কিছু মেলেনি। তাদের দাবি, পিচ অথবা কংক্রিটের রাস্তা করুক প্রশাসন।
এ ব্যাপারে মেমারি দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য জানান, ওই রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই সরকারি তালিকার মধ্যে রয়েছে। পাঁচ ছ মাসের মধ্যে সেই কাজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন কিছু কিছু অংশ সংস্কারের প্রয়োজন বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। সেই কাজ অবিলম্বে যাতে করা যায় তা দেখা হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সেই প্রস্তাব এলে তা অগ্রাধিকার দেওয়া হবে।