স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সেখান থেকে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছিল নিঃশব্দে, সেই সময় বিজ্ঞান মঞ্চের প্রতিবাদে গাছ কাটা সাময়িকভাবে বন্ধ হয়। আজ ফের সেই কাজ শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। জেসিবি দিয়ে কেটে ফেলা হয় গাছের বহু ডাল।
আরও পড়ুন: মাহেশ জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু…! ভক্তদের সুবিধার্থে এইসব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
advertisement
ঘটনার খবর জানতে পেরে বনদফতর ও পুলিশ ঘটনাস্থলে এসে এক অভিযুক্তকে আটক করে। সবুজ রক্ষার এই লড়াইয়ে সাধারণ মানুষের সচেতনতা ও বিজ্ঞান মঞ্চের তৎপরতাই শেষ পর্যন্ত রক্ষা করল ঐতিহাসিক স্থানের গাছগুলিকে। একদিকে যখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি নিয়ে বিশ্ব চিন্তিত, তখন এই ছোট্ট জয় প্রকৃতির পক্ষেই এক বড় বার্তা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
হাজী মোহাম্মদ মহসিন ওয়াকফ স্টেট সূত্রে জানা গেছে, ওয়াকাফ স্টেটের মেডিসিন কমিটি ডেভেলপমেন্ট করার জন্য যাদের হাতে দিয়েছিল তারা কোনওরকম অনুমতি ছাড়াই এ গাছ কেটেছে। ওয়াকফ স্টেট এর উচিত ছিল বিষয়টা দেখভাল করার কিন্তু তারা সেটা করেনি, এমনটাই মনে করছেন স্থানীয় মানুষ থেকে বিজ্ঞান মঞ্চ।
রাহী হালদার