আরও পড়ুন: হাসপাতালের মধ্যেই চালু রাত্রি নিবাস, ৩০ বছরের অপেক্ষা দূর হল রোগীর পরিজনদের
প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই দু’দিন হুগলির এই গ্রামে বসবে হাট। গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাঁদের নিজেদের গ্রামে হাট বসুক। না হলে অনেকটা পথ পেরিয়ে বাজার হাটের জন্য যেতে হত আরামবাগ শহরে, অথবা তিরলে। এরফলে তাঁদেরকে অসুবিধার সম্মুখীন হতে হত। সেই অসুবিধার কথা চিন্তা করে সব গ্রামবাসীর প্রচেষ্টায় এই হাটের পথচলা শুরু হল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই হাট চালু হাওয়ায় একদিকে যেমন সময় বাঁচবে তেমনই টাটকা সবজিও পাবেন বলে মনে করছেন গ্রামবাসীরা। এতদিন বাজার করতে অনেকটা পথ পেরোতে হত বলে অনেকেই নিয়মিত বাজারে যেতে পারতেন না। ফলে টাটকা সবজি খাওয়া হত না অনেক পরিবারে। কিন্তু এবার সেই সমস্যা ঘুচবে বলে আশা গ্রামবাসীদের।
শুভজিৎ ঘোষ