আরও পড়ুন: অল্প পুঁজিতে ভেষজ সাবান তৈরি করে দুর্দান্ত লাভ! চাইলে আপনিও নামতে পারেন এই ব্যবসায়
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার এই কুলটি শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক নিরাপত্তার দিক থেকে। কারণ কুলটি সংলগ্ন এলাকাতেই রয়েছে পড়শী রাজ্য ঝাড়খণ্ড। ভিন রাজ্য থেকে বহু গাড়ি এই রাস্তা ধরে বাংলায় প্রবেশ করে। তাছাড়াও কুলটি যথেষ্ট ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ শহর। কুলটি নিয়ামতপুর এলাকার কিছু কিছু জায়গার যানজট সম্পর্কে সাধারণ মানুষ খুব ভালভাবে ওয়াকিবহাল। তাই এই জায়গার ট্রাফিক ব্যবস্থা যে ভাল হওয়ার প্রয়োজন, তা বলার অপেক্ষা রাখে না। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হল।
advertisement
কুলটির ট্রাফিক গার্ডের যে নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে সেটি ইসিএলের একটি আবাসন। কুলটি এলাকায় ট্রাফিক গার্ডের অফিস নির্মাণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এগিয়ে এসেছে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড। এই এলাকায় ট্রাফিক গার্ডের অফিস নির্মাণের জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে আবাসনটি তুলে দেয় তারা। তারপরই সেটিকে সাজিয়ে তোলা হয়েছে ট্রাফিক ব্যবস্থার উন্নতিকরণের জন্য।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রসঙ্গত, কুলটির সোদপুর এলাকায় সাব ট্রাফিক গার্ডের এই কার্যালয়টি গড়ে তোলা হয়েছে। এই কার্যালয়টি গড়ে ওঠার ফলে এলাকার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা রাখছেন শহরের মানুষজন। পাশাপাশি ট্রাফিক গার্ডের কর্মীদের কাজ করতেও অনেক সুবিধা হবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। আসানসোল-দুর্গাপুর কমিশনের পুলিশ কমিশনারেটের এই সিদ্ধান্তকে সাধুবাদ দিয়েছেন কুলটি শহরের মানুষজন। পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসেছে, তা দেখে খুশি সবাই।
নয়ন ঘোষ