News Business Idea: অল্প পুঁজিতে ভেষজ সাবান তৈরি করে দুর্দান্ত লাভ! চাইলে আপনিও নামতে পারেন এই ব্যবসায়
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বর্তমানে বহু মানুষ পাহাড়ে এই ভেষজ সাবান তৈরির ব্যবসার দিকে ঝুঁকছেন। করোনার জেরে অনেকে চাকরিহারা ও বেশ কিছু ব্যবসা বন্ধ হওয়ায় অনেকেই এই সাবান তৈরি করে রোজগারের নতুন পথ খুঁজে নেন
শিলিগুড়ি: পাহাড়ে সহজেই উপলব্ধ তিতোপাতা। যার বৈজ্ঞানিক নাম আর্টেমিস ভালগারিস। তা দিয়েই ভেষজ সাবান তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন কালিম্পঙের যুবকরা।
দেশে ভেষজ সাবানের চাহিদা ক্রমশাই বাড়ছে। অ্যারোমাথেরাপি সম্পর্কিত সুগন্ধি সাবানের চাহিদাও কম কিছু নয়। সেই দিকে লক্ষ্য রেখেই ভেষজ সাবান তৈরির পরিকল্পনা করেন কালিম্পঙের বাসিন্দা নবীন বরাইলির। তিনি বলেন, দিদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। তিনি পাহাড়ের তিতোপাতা দিয়ে সাবান তৈরির চেষ্টা অনেকদিন ধরেই করছিলেন। সফল হতেই আসে চমকপ্রদ ফলাফল। এই ভেষজ সাবান কালিম্পঙের হাটে প্রথমবার নিয়ে যেতেই মানুষ লুফে নেয়। সেই শুরু।
advertisement
advertisement
বর্তমানে বহু মানুষ পাহাড়ে এই ভেষজ সাবান তৈরির ব্যবসার দিকে ঝুঁকছেন। করোনার জেরে অনেকে চাকরিহারা ও বেশ কিছু ব্যবসা বন্ধ হওয়ায় অনেকেই এই সাবান তৈরি করে রোজগারের নতুন পথ খুঁজে নেন। সাবানের ব্যবসা এমন একটি ব্যবসা যা থেকে মোটা টাকা উপার্জন করা সম্ভব। সাবান এমন একটি পণ্য, যা কিনা প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। ফলে এর চাহিদা থাকে সবসময়। এছাড়াও আরও একটি দারুণ ব্যাপার হল, মাত্র সামান্য কিছু টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। সাবান তৈরির কারখানা তৈরি করতে খুব বেশি অর্থের প্রযোজন হবে না। এছাড়া, মুদ্রা যোজনার আওতায় এই ব্যবসার জন্য লোনও নেওয়া যেতে পারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রথমে মাত্র ৫০ টি সাবান তৈরি করে এই ব্যবসা শুরু করেছিলেন নবীন। এখন তার ৫ গুণ বেশি সাবান তৈরি হয় এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। বর্তমানে অবশ্য তিতোপাতা সাবান ছাড়াও ভিন্ন হয়ে ওয়েল, অ্যারোমেটিক সাবান, চারকোল, স্ট্রবেরি, গোলাপ ফুলের সুগন্ধি যুক্ত সাবান তৈরি করছেন। বর্তমানে এই সাবান প্রস্তুতকারক সংস্থা ঘরে ঘরে নিজেদের প্রোডাক্ট ডেলিভারি করছে। এগুলি শুধু বিক্রি বৃদ্ধি করেনি, পাশাপাশি ব্যবসায় লাভের মার্জিনও বেড়েছে।
advertisement
অনির্বাণ রায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2024 6:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
News Business Idea: অল্প পুঁজিতে ভেষজ সাবান তৈরি করে দুর্দান্ত লাভ! চাইলে আপনিও নামতে পারেন এই ব্যবসায়