আরও পড়ুন: বিপুল যোগান, তবু আকাশ ছোঁয়া দাম তরমুজের!
মূলত গরমের সময় চাষের কাজে সহযোগিতা করতে যে খাল রয়েছে সেই খালের একাংশে জলের চিহ্ন নেই। অথচ এই খালে চাষের জন্য জল সরবরাহ করা হয় ডায়মন্ডহারবার থেকে। সেই জল আসার পথে একাধিক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। কোনও কোনও জায়গায় খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁধ, রয়েছে অবৈধ নির্মাণ। ফলে জল আসছে না প্রান্তিক জায়গাগুলিতে। এই সমস্যার সমাধান করতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একাধিক জায়গায় জলের স্বাভাবিক প্রবাহ যাতে বজায় থাকে সে দিকটি লক্ষ রেখেছেন তাঁরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মূলত এই সেচখাল দিয়ে জল ডায়মন্ডহারবার থেকে মগরাহাট, মন্দিরবাজার হয়ে মথুরাপুর-১ এবং ২ ব্লকে প্রবেশ করে। ফলে এই সেচখালে জল থাকা খুবই জরুরি। এই সমস্যা সমাধানে সম্প্রতি একাধিক জায়গায় খাল সংস্কার করা হয়েছে। কিন্তু এখনও সমাধান অধরা, ফলে জলের সমস্যা তৈরি হয়েই আছে। দ্রুত এই সমস্যার সমাধান হোক এটাই চাইছেন স্থানীয়রা।
নবাব মল্লিক