হাসিমপুর প্রাইমারী স্কুলের মাঠে দুদিনের দিবারাত্রি রবার বল খেলা হয়ে গেল। আতসবাজি ফাটিয়ে রবার বলে শট মেরে এই খেলার উদ্বোধন করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ। হাসিমপুর কল্যাণ সংঘ ও দক্ষিণ ২৪ পরগনা একাদশের মধ্যে প্রথম প্রীতি ম্যাচ দিয়ে এই খেলার সূচনা হয়। এ ব্যাপারে খেলা পরিচালন কমিটির উদ্যোক্তা জানান ,মোট ৩২ দলের এই খেলায় দক্ষিন ২৪ পরগণা, হাওড়া, উওর ২৪ পরগনা, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার খেলোয়াড়রা অংশ নেন। দক্ষিন ২৪ পরগনার জেলার সবচেয়ে বড় এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয় দাবি উদ্যোক্তাদের।
advertisement
আরও পড়ুনঃ Viral Video: মত্ত অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি! বসে পড়লেন আতসবাজির বক্সের উপর, তারপর যা ঘটল
আর এই খেলা দেখতে শুধু এই জেলা নয়, অন্যান্য জেলা থেকেও ফুটবলপ্রেমী মানুষ এই খেলা উপভোগ করতে আসে। বিভিন্ন এলাকা থেকে কয়েকহাজার দর্শক উপস্থিত হয়। খেলার শেষে ফাইনালে চ্যাম্পিয়ন এবং রানার্স দুই দলের হাতে নগদ টাকা পুরস্কার সহ বিশেষ ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন খেলোয়ারকে একাধিক পুরস্কার দেয়া হয়। এই খেলা কি ঘিরে এলাকায় জমজমাট মেলার আকার ধারণ করে।
সুমন সাহা