Bad News From Bakkhali Tour: বকখালিতে বুক ফাটা হাহাকার, সমুদ্রে নেমে কতদূর -কোথায় গেল কিশোর, কী করে কী হল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bad News From Bakkhali Tour: ঘুরতে এসে বকখালির সমুদ্রের উত্তাল ঢেউয়ে ডুবে মৃত্যু কিশোরের
বকখালি: ঘুরতে এসে বকখালির সমুদ্রের উত্তাল ঢেউয়ে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম মহম্মদ কায়েব (১৬)। বাড়ি মহেশতলার সন্তোষপুর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর প্রায় ৩০ জনের একটি দল বকখালি ঘুরতে এসেছিল। দলে কায়েবও এসেছিল। কিন্তু সমুদ্রে নামার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই তার পরিবার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় বিষয়টি জানান। Photo - Representative
advertisement
advertisement
কীভাবে কায়েব নিখোঁজ হয়েছিল তার পরিবারের লোকও বুঝে উঠতে পারছিলেন না। যে কারণে পুলিশও বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ছিল। শেষ পর্যন্ত বকখালির সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে কায়েবের মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। কীভাবে মৃত্যু হল ওই পর্যটকের তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
