TRENDING:

Bad News From Bakkhali Tour: বকখালিতে বুক ফাটা হাহাকার, সমুদ্রে নেমে কতদূর -কোথায় গেল কিশোর, কী করে কী হল

Last Updated:
Bad News From Bakkhali Tour: ঘুরতে এসে বকখালির সমুদ্রের উত্তাল ঢেউয়ে ডুবে মৃত্যু কিশোরের 
advertisement
1/5
বকখালিতে বুক ফাটা হাহাকার, সমুদ্রে নেমে কতদূর -কোথায় গেল কিশোর, কী করে কী হল
বকখালি: ঘুরতে এসে বকখালির সমুদ্রের উত্তাল ঢেউয়ে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম মহম্মদ কায়েব (১৬)। বাড়ি মহেশতলার সন্তোষপুর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর প্রায় ৩০ জনের একটি দল বকখালি ঘুরতে এসেছিল। দলে কায়েবও এসেছিল। কিন্তু সমুদ্রে নামার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই তার পরিবার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় বিষয়টি জানান। Photo - Representative
advertisement
2/5
তৎক্ষণাৎ পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে তল্লাশি শুরু করেন। সমুদ্র সৈকতের ঝাউবন, বালুচর ও সমুদ্রে খোঁজাখুঁজি করা হচ্ছিল। কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। Photo - Representative
advertisement
3/5
কীভাবে কায়েব নিখোঁজ হয়েছিল তার পরিবারের লোকও বুঝে উঠতে পারছিলেন না। যে কারণে পুলিশও বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ছিল। শেষ পর্যন্ত বকখালির সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে কায়েবের মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। কীভাবে মৃত্যু হল ওই পর্যটকের তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
4/5
এর আগেও এই বছরেই বকখালিতে এমন ঘটনা ঘটেছে। বারবার কেন এই সমুদ্র সৈকতে এমন ঘটনা ঘটছে তা ভাবাচ্ছে সকলকে। শান্ত সমুদ্রে এই ঘটনা পর্যটকদের ভয়ের কারণ হচ্ছে।
advertisement
5/5
জানা গিয়েছে বকখালির সমুদ্র সৈকতের কাছে থাকা সরু খালের মত একটি নালা এর কারণ। এই জায়গাটির জন্য বিপদ ঘটছে। বিপদ সতর্কতা দূর করতে সাইনবোর্ড টাঙানো হয়েছে। সেগুলি দেখতে সকলকে অনুরোধ করেছে পুলিশ। এই সাইনবোর্ড দেখলে অনেকটাই বিপদ এড়ানো যাবে। Input- Nawab Mullick
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bad News From Bakkhali Tour: বকখালিতে বুক ফাটা হাহাকার, সমুদ্রে নেমে কতদূর -কোথায় গেল কিশোর, কী করে কী হল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল