আরও পড়ুন: গঙ্গা ভাঙনে কাজ করবে কে? প্রার্থীদের খোলা চিঠি দুর্গতদের
বর্তমানে অ্যালুমনিয়াম এবং প্লাস্টিক ফাইবারের ব্যবহারে কাঁসা-পিতলের চাহিদায় ভাটা পড়েছে। শুধুমাত্র বিয়ে বা পুজো-আচ্চা ছাড়া পিতল-কাঁসার ব্যবহার একদমই নেই বললেই চলে। যার ফলে বাড়ি থেকে তৈরি করে বিক্রি করতে গেলে বাজারে খুব একটা দাম এবং মজুরি পাচ্ছেন না হুগলির এই বাসন কারিগররা। বিক্রি বাটা কমে যাওয়া সংসারের রুটি রুজিতে টান পড়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যতদিন দিন আসছে ততই এই শিল্পের চাহিদা কমে যাচ্ছে। ছোট থেকেই এই কাজে হাত পাকিয়েছেন তাঁরা। ফলে এখন অন্য কিছু করতে যাওয়াটাও সহজ ব্যাপার নয়। এই পরিস্থিতিতে আগামী দিনে কীভাবে সংসার চলবে সেটাই বুঝে উঠতে পারছেন না কাঁসা পিতলের বাসন তৈরির কারিগর এবং এর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
শুভজিৎ ঘোষ