পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দিরের সন্নিকটে একটি বড় গাছ সামান্য ঝড়েই ভেঙে পড়ে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। গাছ ভেঙে পড়ে যাওয়ার সময় তার ডালপালার সঙ্গে জড়িয়ে বিদ্যুতের তার ঝুলে পড়ে রাস্তার উপর। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরে। যান চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। এর ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।
advertisement
আরও পড়ুন: খামখেয়ালি আবহাওয়ার ধাক্কা সামলে রথে ভাল ব্যবসার আশায় নার্সারি মালিকরা
সামান্য ঝড় বৃষ্টিতেই এই বিপত্তি ঘটায় চিন্তিত শহরের মানুষজন। কারণ বৃষ্টিপাত বাড়লে কী হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এদিকে গাছ পড়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বুধবার ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে শহরবাসীদের। খবর দেওয়া হয় পুরসভায়। পরবর্তীতে তারা গাছটি রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে।
শর্মিষ্ঠা ব্যানার্জি