২৪ বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট হয়েছেন সাগরের শুভেন্দু মাইতি। তিনি সাগরের হরিণবাড়ির বাসিন্দা। ঘরের ছেলে লেফটেন্যান্ট হয়েছে, এই খবরে খুশির হাওয়া বইছে হরিণবাড়িতে।
আইএমএ ট্রেনিং সমাপ্ত করে নিজের বাড়তে ফেরার সঙ্গে সঙ্গেই এলাকার বাসিন্দারা তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন। রুদ্রনগরে গিয়ে তাঁকে সম্মান জানানো হয়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়।
advertisement
শুভেন্দুবাবুর বাবা দেবাশীষ মাইতিও ছিলেন সেনাবাহিনীর সদস্য। তিনি ভারতের অবসরপ্রাপ্ত সুবেদার। বাবাকে দেখে ছোটবেলা থেকেই সেনায় যোগ দেওয়ার আগ্রহ ছিল শুভেন্দুর।
শুভেন্দু মাইতি জানান, ‘ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশসেবার স্বপ্ন দেখতাম। স্বপ্ন আজ পূরণ হয়েছে। আশা রাখছি, আমার সাফল্য আগামী দিনে যুব সমাজের ইচ্ছাশক্তি বাড়িয়ে তুলবে। সাগরদ্বীপের যুবকরা সেনায় যোগ দিতে এগিয়ে আসবেন। দেশ সুরক্ষিত থাকলে শান্তিতে থাকবে দেশবাসী।’
সাগরদ্বীপ থেকে এত বড় জায়গায় স্থানীয় ছেলের সুযোগ আসায় স্থানীয়রা খুবই খুশি। আগামীদিনে আরও অনেক প্রতিভা এমন করে উঠে আসুক এটাই চাইছেন সকলে।
নবাব মল্লিক