Khan Sir On Love and Dhoka: কখনও মুসকান, কখনও সোনম, ছেলেরা কী এখন বিয়ে করতে, হানিমুনে যেতে ভয় পাচ্ছে, খান স্যারের টিপস
- Published by:Debalina Datta
Last Updated:
Khan Sir On Love and Dhoka: এখনও থিতিয়ে যায়নি নীল রঙা ড্রামের আতঙ্ক, তার মধ্যেই মেঘালয়ে মধুচন্দ্রিমায় একই কায়দায় খুনের অভিযোগ; সোনম-রাজা প্রসঙ্গে এ কী বললেন খান স্যার
আজকাল খবরের কাগজ কিংবা খবরের চ্যানেল খুললেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। দিন কয়েক আগেই তো শিরোনামে ছিল মেরঠের হত্যাকাণ্ড। যা দেশ জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছিল। মুসকান নামে এক মহিলা তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করে তার দেহ একটি নীল ড্রামে ভরে রেখেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। এবারে শিরোনামে উঠে এসেছেন মধ্যপ্রদেশের ইনদওরের এক নববিবাহিত দম্পতি। মধুচন্দ্রিমা করতে মেঘালয়ে গিয়েছিলেন তাঁরা। সেখানেই স্বামী রাজাকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী সোনমের বিরুদ্ধে।
advertisement
advertisement
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি নিজেও। ক্লাসে রাজা রঘুবংশীর হত্যাকাণ্ড নিয়ে এক ছাত্রের প্রশ্নের জবাবে নিজস্ব ভঙ্গিতে খান স্যার বলেন যে, “নীল ড্রামের ঘটনা এখনও থিতিয়ে যায়নি। আর এদিকে ওঁকে (রাজা রঘুবংশী) পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হল। রাজা একজন সরল-সিধা মানুষ ছিলেন। ছেলেরাও যা-তা পাগলামি করেন। ওঁরা ভাবেন যেন, ঈশ্বরের অবতারকে তুলে নিয়ে এসেছেন।”
advertisement
খান স্যার বলে চলেন যে, “রাজা একজন সাধারণ ছেলে ছিলেন। নববধূ তাঁকে মধুচন্দ্রিমায় নিয়ে গিয়েছিল এবং পাহাড় থেকে ফেলে দিয়েছিল। অথচ তাঁদের বিয়ের মাত্র এক মাস হয়েছে।” তবে খান স্যার এ-ও বলেন যে, “আজকাল ছেলেদের মধ্যেও বেশ ঔদ্ধত্য দেখা যায়। মনে করে, যেন তাঁরা ঈশ্বরের অবতার নিজেদের সঙ্গে করে নিয়ে এসেছে। সবাই নিজেকে চালাক বলে মনে করে।
advertisement
advertisement
রাজার সঙ্গে ঠিক কী হয়েছিল?
গত ১১ মে ইনদওরের বাসিন্দা রাজা রঘুবংশী সোনমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের বিয়ের পর উভয় পরিবারই আনন্দিত ছিল। সোনমও রাজার পরিবারের সঙ্গে মিশে গিয়েছিলেন। এদিকে গত ২১ মে রাজা এবং সোনম মধুচন্দ্রিমার জন্য শিলং পৌঁছেছিলেন। এরপর গত ২৩ মে পরিবারের সঙ্গে তাঁদের শেষবারের মতো কথা হয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত ২ জুন একটি খাদে পাওয়া যায় রাজার মৃতদেহ। কিন্তু সোনমকে পাওয়া যাচ্ছিল না।
গত ১১ মে ইনদওরের বাসিন্দা রাজা রঘুবংশী সোনমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের বিয়ের পর উভয় পরিবারই আনন্দিত ছিল। সোনমও রাজার পরিবারের সঙ্গে মিশে গিয়েছিলেন। এদিকে গত ২১ মে রাজা এবং সোনম মধুচন্দ্রিমার জন্য শিলং পৌঁছেছিলেন। এরপর গত ২৩ মে পরিবারের সঙ্গে তাঁদের শেষবারের মতো কথা হয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত ২ জুন একটি খাদে পাওয়া যায় রাজার মৃতদেহ। কিন্তু সোনমকে পাওয়া যাচ্ছিল না।
advertisement