পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে মাধবডিহির বাসিন্দা সনাতন পাত্র(৬০) আলমপুরের মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে জখম হলে মাধবডিহি থানার পুলিশ আলমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আউসগ্রামে মামাবাড়িতে এসে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হলএক যুবকের। মৃতের নাম রবীন টুডু (২৫)।
আউসগ্রামের ভেদিয়ার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন টুডু রাধামাধবপুর আদিবাসী পাড়ায় মামার বাড়িতে এসেছিল।বৃহস্পতিবার সকালে দেয়াশা গ্রামে মামার জমিতে চাষের কাজ করার সময় তিনি বজ্রাহত হন। তাকে উদ্ধার করে গুসকরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
advertisement
রায়না থানা বাসিন্দা অভিজিৎ সাঁতরা (২৬) চাষের জন্য তার নিজের জমিতে নামেন সেখানেই তিনি বজ্রাহত হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বলে ঘোষণা করেন।জমিতে চাষ করার সময় মঙ্গলকোটে চানক গ্রামের বাসিন্দা বুড়ো মাড্ডি বজ্রাহত হন। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলো ঘোষণা করেন।
পাশাপাশি সকালে ভাতারের ভূমশোড় মাঠে শেখ নাসির তাঁর দুই ছেলে শেখ ইব্রাহিম ও শেখ হাসিবকে নিয়ে ধান রোয়ার কাজ করতে যান। মাঠে থাকাকালীনই বজ্রাহত হন বাবা ও দুই ছেলে। অন্যদিকে, ভাতারের ভূমশোড় মাঠের অপরপ্রান্তে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন আলাউদ্দিন শেখ নামে আরও এক ব্যক্তি। ভাতার থানার পুলিশ চারজনকেই উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
সায়নী সরকার