প্রায় প্রতিদিন জেলায় হঠাৎ হঠাৎ ঝড়-বৃষ্টি হচ্ছে। বাজ পড়ার মত ঘটনা ঘটেছে। এ নিয়ে সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝড়-বৃষ্টি শুরু হলে ফাঁকা জায়গায় থাকা যাবেনা। কোনোও গাছের নীচেও দাঁড়ানো যাবেনা।
আরও পড়ুন: পায়ে সাড় নেই, হিম ঠান্ডা জল, চারদিকে সামুদ্রিক জন্তুদের আতঙ্ক, নজির বাংলার যুবকের
advertisement
সাগরদ্বীপের ধবলাটের লালপুরের ঘটনায় প্রথমে হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় জমিতে বেঁধে রাখা গৃহপালিত পশু গরু আনতে যায় ওই মহিলা। গরু তুলে আনার সময় আচমকাই বজ্রপাত ঘটে এবং সেই বজ্রপাতের ফলে গরু এবং ওই মহিলা জ্ঞান হারায়।
পরে সাগর গ্রামীণ হসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসারত ডাক্তাররা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রায় প্রতিদিন ঝড়বৃষ্টি হওয়ায় সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন দিলীপ -রিঙ্কু, দেখুন দিলীপ -রিঙ্কুর বিয়ের পারফেক্ট মোমেন্টের ভিডিও
ঝড় বৃষ্টি শুরু হলেই কোনোও ছাউনি যুক্ত ঘরের নীচে আশ্রয় নিতে বলা হয়েছে। না হলে বিপদ বাড়বে দিনের পর দিন।সকলে সচেতন হলেই তবে ঝড়বৃষ্টির সময় মৃত্যুর হার কমিয়ে নিয়ে যাওয়া যাবে।
নবাব মল্লিক