ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভেতরে একটি গাছ রয়েছে। সেই গাছেই সজোরে বাজ পড়ে। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আঁতকে ওঠার মতো দৃশ্য দেখা যায় মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে। স্কুলের ইউনিফর্ম পড়া অবস্থায় একের পর এক স্কুল পড়ুয়াকে ছেলে মেয়েকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে এসে ঢোকেন অভিভাবক, আত্মীয়, এলাকার লোকজন। সেখানেই জানা যায় এই ঘটনার কথা।
এও জানা গিয়েছে, এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার একাধিক জায়গায়। সঙ্গে প্রবল বজ্রপাত। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে। সেই গাছেই পড়ে সজোরে বাজ। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়।
তবে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছান ডোমকল থানার আইসি ও শিক্ষিকরাও। আহত ছাত্ররা জানান, বাজ পড়ার আওয়াজ এতটাই ছিল যে আমাদের চোখের সামনে পড়তেই অজ্ঞান হয়ে পড়ি।’’
পরে শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, স্কুল চত্বরে একটি প্রাচীন গাছ রয়েছে। আর বৃষ্টি হতেই সেই গাছের মধ্যেই পড়ে বাজ। আর তাতেই প্রায় ২০জনের বেশি পড়ুয়া আহত হন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও সকলের অবস্থা স্হিতিশীল রয়েছে।
কৌশিক অধিকারী