TRENDING:

South 24 Parganas News: বোটের স্বাস্থ্য পরীক্ষা না করে মিলবে না লাইসেন্স! সুন্দরবন পর্যটনে বড় সিদ্ধান্ত

Last Updated:

টুরিস্ট বোটগুলির ‘ফিটনেস টেস্ট’ শুরু হল সুন্দরবনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,গোসাবা সুমন সাহা: টুরিস্ট বোটগুলির ‘ফিটনেস টেস্ট’ শুরু হল সুন্দরবনে। এই প্রথম জেলা পরিষদের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই আগামী বছরের লাইসেন্স পেতে এনওসির জন্য আবেদন করতে পারবেন বোট মালিকরা। গোসাবায় এই কাজ শুরু হল। নৌকার পরিকাঠামো, ব্যাটারি, ইঞ্জিন, ক্রু লাইসেন্স, বৈধ অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ মোট ১৯টি বিষয় দেখা হবে। টেন্ডার ডেকে একটি এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সুন্দরবনে পর্যটকদের নদী ভ্রমণ করায় যেসব বোট, তাদের হালহকিকত জানতে সুন্দরবন টাইগার রিজার্ভের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই এই উদ্যোগ। জানা গিয়েছে, গোসাবা, বাসন্তী, ঝড়খালি, কুলতলি এবং নামখানায় এই বোট পরীক্ষার কাজ করবে ওই এজেন্সি।
advertisement

আরও পড়ুন: অবশেষে জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ! স্বস্তি মৈপিঠের কিশোরীমোহনপুরে

সব মিলিয়ে ৭৪০টি টুরিস্ট বোটের স্বাস্থ্যপরীক্ষা করার কথা রয়েছে। জেলা পরিষদের উপাধ্যক্ষ বলেন, পর্যটকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বোটগুলি নির্দিষ্ট সব নিয়ম মানছে কি না, সেটা পরীক্ষা করে দেখা হবে। চেক লিস্টে থাকা ১৯টি বিষয়ের উপর রিপোর্ট তৈরি করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বোটের স্বাস্থ্য পরীক্ষা না করে মিলবে না লাইসেন্স! সুন্দরবন পর্যটনে বড় সিদ্ধান্ত
আরও দেখুন

কেউ যদি সিএফ না পান, তাহলে এনওসি পাবেনা না, লাইসেন্সের জন্য আবেদনও করতে পারবেন না। জানা গিয়েছে, এনওসি দেওয়ার প্রক্রিয়া সেই কাজ শুরু হয়েছে। মালিকদের বোট পরীক্ষা করাতে হবে। সংশ্লিষ্ট বোটের ইঞ্জিন কেমন, পরিকাঠামো ঠিক আছে কি না, আয়তন কতটা ইত্যাদি যাচাই করা হবে। কোথাও কোনও খামতি থাকলে আটকে যেতে পারে ফিটনেস সার্টিফিকেট। সমস্ত ধাপ সঠিকভাবে পার করলে তবেই মিলবে লাইসেন্স। খামতি থাকলে সেটাও লিখবে ওই এজেন্সি। সার্বিকভাবে তারা সন্তুষ্ট হলে তবেই দেওয়া হবে ফিটনেস সার্টিফিকেট।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বোটের স্বাস্থ্য পরীক্ষা না করে মিলবে না লাইসেন্স! সুন্দরবন পর্যটনে বড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল