South 24 Pargana Tiger News: অবশেষে জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ! স্বস্তি মৈপিঠের কিশোরীমোহনপুরে
- Reported by:Suman Saha
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
অবশেষে জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ। কুলতলী ব্লকের অন্তর্গত মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীমোহন এলাকায়। গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে বন দফতর সূত্রে।
দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ। কুলতলী ব্লকের অন্তর্গত মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীমোহন এলাকায়। গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে বন দফতর সূত্রে। বৃহস্পতিবার সকালে কুলতলির মৈপীঠের কিশোরীমোহনপুরে নদীর চরে বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পায় এলাকার মৎস্যজীবীরা এরপর বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। তবে পরদিন সকালে বাঘের অবস্থান বদল হয়েছে সেভাবে আর নতুন করে ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়নি।
লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জঙ্গলের পাশেই তাদের বসবাস। রুটি–রুজির জন্য তাদের জঙ্গলেও যেতে হয়। সেই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এলাকার বাসিন্দা লোকালয় সংলগ্ন জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলার দাবি জানিয়েছেন। এছাড়া রাস্তায় যাতে আলো লাগানো হয় তারও দাবি জানিয়েছেন তারা। তারপর দক্ষিণ বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যায়।
advertisement
advertisement
সন্ধে থেকে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে একাধিকবার শব্দবাজি ফাটানো হয়। সেই সময় নদীতে ভাটা ছিল। তখনই বাঘ নদী পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিন সকালে তল্লাশি চালিয়েও বাঘের হদিস পাওয়া যায় নি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন কী ভাবে বারবার লোকালয়ে বাঘ আসছে। জঙ্গলের বাঘ এভাবে বারে বারে লোকালয়ে চলে আসছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে, এতেই আতঙ্কিত তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 28, 2025 6:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Pargana Tiger News: অবশেষে জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ! স্বস্তি মৈপিঠের কিশোরীমোহনপুরে










