আরও পড়ুন: ডায়রিয়ার কাহিল, অসহ্য পেটের কামড়! ৪টি ঘরোয়া উপায়ে মিলবে ঝটপট রেহাই
শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্রের সদস্য তারকনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা তথা এ রাজ্যের দর্শনীয় ঐতিহাসিক জায়গা গুলো যেমন, চিড়িয়াখানা,কলকাতা মিউজিয়াম, বিড়লা তারা মন্ডল, ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, দক্ষিনেশ্বর মন্দির, বেলুর মঠের মত নানা দর্শনীয় স্থানে ব্রেইলে লেখা থাকায় দৃষ্টিহীনদের পড়ে বুঝতে সুবিধা হয়। তারকনাথ বাবু আরও বলেন, শ্রীরামপুর চক্ষু সেবা কেন্দ্র গত ৩৮ বছর ধরে মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করে চলেছে। এখনও পর্যন্ত সাত হাজার কর্নিয়া সংগ্রহ করে মেডিকেল কলেজে জমা দিয়েছে। যা দিয়ে অনেক মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যাদের চোখে আলো নেই অথচ ব্রেইল এর মাধ্যমে পড়তে পারেন তাদের জন্য দর্শনীয় স্থান গুলোতে গিয়ে অনুরোধ করছে চক্ষু সেবা কেন্দ্র। সেবা কেন্দ্রের অন্যতম সদস্য সিদাম সাহা বলেন,আজ ইমামবাড়া ও ব্যান্ডেল চার্চে চিঠি দিয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করলাম। যাতে দৃষ্টিহীনদের জন্য তারা ভাবেন।
রাহী হালদার