কয়েকদিন ধরেই এই ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় লেপার্ডের অত্যাচারে অতিষ্ট হয়ে যান এলাকার বাসিন্দারা। এলাকায় একটার পর একটা শুকর, ছাগল, বাছুর খেয়ে সাবাড় করছিল। এমনই অভিযোগ এলাকাবাসীদের। খবর দেওয়া হয় জলদাপাড়া পশ্চিম রেঞ্জ অফিসে।
বন দফতরের পক্ষ থেকে পাতা হয় খাঁচা। কিন্তু এক সকালে এলাকার বাসিন্দারা জানান সপ্তাহ খানেক আগে একদিন সকালে ওই খাঁচায় দেখা মিলেছিল কুকুরের। লেপার্ডের হদিশ আর মিলছিল না। এরপর এদিন লেপার্ডটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা।
advertisement
বন দফতর সূত্রে জানা যায় সপ্তাহ দুয়েকের মাথায় লেপার টি ধরা পড়েছে। এটি একটি মাদি লেপার্ড বলে জানা যায়। যার দাঁত ও নখ সম্পূর্ণ হয়ে গিয়েছে। শিকার ধরার ক্ষমতাও অনেকটা কম হয়ে গিয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। লেপার্ড টিকে দক্ষিণ খয়ের বাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Annanya Dey