লেবুর শরবত কিম্বা মেদ ঝরাতে সকালে খালি পেটে লেবুর জল পান করা এখন দুসাধ্য হয়ে উঠেছে আমজনতার কাছে।প্রশ্ন উঠেছে কেন হঠাৎ করে এতটা দাম বাড়ল পাতিলেবু কিম্বা গন্ধরাজ লেবুর ? কারণ হিসেবে দোকানদাররা জানাচ্ছেন , লোকাল লেবুর আমদানি নেই৷ মাদ্রাজি লেবুই বাজারের কিছুটা চাহিদা নিয়ন্ত্রন করছে। তার উপর জ্বালানীর এত দাম বেড়ে পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় তার প্রভাবও পড়েছে লেবুর দামে।
advertisement
আরও পড়ুন - ফ্যান রোনাল্ডোর, বাবা ৬ বছরের খুদে মেয়েকে নিজেই ট্রেনিং দিচ্ছেন ফুটবলের
এই সমস্যা শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলার বাজারেই নয়, রাজ্যজুড়ে একই অবস্থা। পাতিলেবু কিনতে গিয়ে দামের সেঁকায় হাত পুড়ছে আম জনতার।বিক্রেতারাও ভালো নেই৷ বাজারে দোকানে লেবু সাজানো হলেও দামের ঠেলায় দোকানমুখো হচ্ছেন না অনেকেই। ফলে লেবু বেচে সংসার চালানোও বড় দায় হয়ে পড়েছে লেবু বিক্রেতাদের।
দামের সঙ্গে পেরে না ওঠায় অনেকেই পাতিলেবুর পরিবর্তে ব্যবহার করছেন কাঁচা আম। লেবুর বদলে তারা কাঁচা আমের শরবতেই গরমে তৃপ্তি খুঁজতে শুরু করেছেন।তাছাড়া কাঁচা আমের রসে পটাশিয়াম থাকায় প্রচণ্ড গরমে তা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। পাশাপাশি কাঁচা আমে রয়েছে স্বাস্থ্যকর আরও নানা গুণ।
Rudra Narayan Roy