ফ্যান রোনাল্ডোর, বাবা ৬ বছরের খুদে মেয়েকে নিজেই ট্রেনিং দিচ্ছেন ফুটবলের

Last Updated:

তবে অনন্যার দাদাও কম যায় না৷ ষষ্ঠ শ্রেণীর ছাত্র অমৃত শর্মা অনায়াসে দু'পায়ে শতাধিক বার বল নাচাতে পারে।

Hoogly News: Buisnessman giving training to his little daughter and son football
Hoogly News: Buisnessman giving training to his little daughter and son football
#হুগলি: রিষড়া সিদ্ধেশ্বরী কালীতলার বাসিন্দা অনন্যা শর্মা  দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া৷ এখনও ভালোভাবে কথা বলতে পারে না৷তাতে কি! ৬ বছরের শিশুর পায়ের জাদুতে মুগ্ধ এলাকার মানুষ৷পড়াশোনার পাশাপাশি তার ধ্যান জ্ঞান এখন ফুটবল৷সে স্বপ্ন দেখে বড় হয়ে রোনাল্ডোর মতন ফুটবলার হবে৷
তবে অনন্যার দাদাও কম যায় না৷ ষষ্ঠ শ্রেণীর ছাত্র অমৃত শর্মা অনায়াসে দু'পায়ে শতাধিক বার বল নাচাতে পারে। তার প্রিয় ফুটবলার রবার্তো কার্লোসের অনুকরণে শট মারতেও শিখেছে সে। মাঝ মাঠ থেকে ইন সুইং করিয়ে গোলের জালে অনায়াসে বল জড়িয়ে দিতে পারে সে। দু’পায়েই জোরালো শট আছে অমৃতের৷
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে পাঞ্জাবের মিনার্ভা ফুটবল আকাদেমি ইতিমধ্যেই অমৃতকে ডেকেছিল। মাস চারেক সেখানে প্রশিক্ষণও নেয়।কিন্তু  কোভিড আবহে বাড়ি ফিরে আসতে হয়। তারপর আর সেখানে ফেরা হয়নি তার৷
advertisement
advertisement
অমৃত ও অনন্যাকে নিয়ে স্বপ্ন দেখছেন তার বাবা-মা৷ প্রতিদিন বাবা অনিল শর্মা নিজের বাই সাইকেলে করে ছেলে-মেয়েকে মাঠে নিয়ে যান৷ তিঁনি নিজেই ছেলে-মেয়েকে ফুটবলের প্রশিক্ষণ দেন রিষড়ার লেনিন মাঠে। সেখানে ক্ষুদে ফুটবলারদের খেলা দেখতে প্রতিদিন জড়ো হন বহু মানুষ৷
advertisement
পেশায় ব্যবসায়ী অনিলবাবু স্থানীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা থেকে বহু পুরস্কার ঘরে তুলেছেন। ফুটবলও খুব খারাপ খেলতেন না বলে জানালেন তিনি৷ অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না বলে খেলাধুলো নিয়ে বেশি দূর এগোতে পারেননি অনিলবাবু৷ নিজে না পারলেও ছোট ছেলে-মেয়েদের মধ্যে দিয়ে স্বপ্ন দেখেন তিনি৷ আশা একদিন জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াবে তাদের ছেলে-মেয়ে৷
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফ্যান রোনাল্ডোর, বাবা ৬ বছরের খুদে মেয়েকে নিজেই ট্রেনিং দিচ্ছেন ফুটবলের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement