KKR- র একের পর এক ফ্লপ শো, মুখ খুললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার

Last Updated:

শেষ চার ম্যাচে পরপর হেরেছে কেকেআর৷ ১০ দলের পয়েন্ট টেবলে তারা ৮ নম্বরে রয়েছে৷

shreyas iyer hopes KKR team once get into the rhythm it will be difficult to stop in ipl 2022- Photo- (PTI)
shreyas iyer hopes KKR team once get into the rhythm it will be difficult to stop in ipl 2022- Photo- (PTI)
#মুম্বই: আইপিএলে ২ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এই মরশুমে নিজেদের খারাপ পারফরম্যান্স জারি রেখেছে৷ কিন্তু অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজের নাইটদের ওপর ভরসা রেখেছেন৷ প্রথমবার কেকেআরের (KKR) অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)৷ তাঁর সাফ কথা তাঁর দলের ওপর তাঁর ভরসা রয়েছে৷  তিনি এও বলেছেন দল একবার ছন্দে ফিরলে তাদের আটকানো অসম্ভব হবে৷ কেকেআর এখনও অবধি ৮ ম্যাচের ৫ টি ম্যাচে হেরেছে৷ শেষ চার ম্যাচে পরপর হেরেছে কেকেআর৷ ১০ দলের পয়েন্ট টেবলে তারা ৮ নম্বরে রয়েছে৷
কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইটে আইয়ার জানিয়েছেন, ‘‘আমরা বাস্তবে খুব ভাল শুরু করেছিলাম৷ নিজেদের শুরুর চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জিতেছি৷ এরপর আমাদের জন্য সবকিছু ঠিক দিকে যায়নি৷ কিন্তু আমার দলের ওপর ভরসা রয়েছে৷ আমরা ময়দানে নামার পর সমস্ত বিভাগে ভাল পারফর্ম করছি৷
advertisement
advertisement
তিনি আরও বলেন , ‘‘আমরা খালি স্ট্র্যাটেজি ফলো করতে পারছি না৷ এটা শুধু সময়ের কথা৷ একবার যখন আমরা ফর্মে আসব, তখন এই দলকে আটকানো মুশকিল হবে৷ ’’
কেকেআর ২০২১ এ এইভাবেই টুর্নামেন্টে ফিরেছিল আর সেই আশাই এবারেও করছে নাইট থিঙ্কট্যাঙ্ক৷ সেবার আইপিএলে ৭টি ম্যাচের মাত্র ২ টি জিতেছিল কেকেআ৷ আর শেষ ৭ ম্যাচের ৫ ম্যাচেই জিতেছিল কেকেআর৷ তাদের দল তখন কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করেছিল৷
advertisement
কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘‘আমরা সবে সবেই জেনেছি কোয়ালিফায়ার্স ইডেন গার্ডেন্সে হবে৷ তাই ম্যাচ জেতার জন্য নিজেদের দিক  থেকে একশ শতাংশ প্রয়াস করব আমরা৷ যাতে আমরা গিয়ে ফ্যানদের মনোরঞ্জন করতে পারি৷ দলের পরিবেশ শানদার রয়েছে৷ হার কিম্বা জয় খেলার অংশ৷ আমরা এক দল হিসেবে প্রস্তুতি করছি যা শানদার৷ ম্যাচ জেতার জন্য আমাদের ক্রিকেটাররা কড়া প্রস্তুতি সারছে৷ ’’
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে খেলবে কেকেআর৷ এই ম্যাচে ফের জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর কেকেআর এমনটাই জানিয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ার৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR- র একের পর এক ফ্লপ শো, মুখ খুললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement